হাতের নাগালে মুখ্যমন্ত্রী। এমন সুযোগ তাই হাতছাড়া করলেন না খড়্গপুর কলেজ কর্তৃপক্ষ। সোমবার খড়গপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই মুখ্যমন্ত্রীর সাহায্য কাছে চেয়ে আবেদন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ বিদ্যুৎ সামন্ত। পরে তিনি বলেন, ‘‘কলেজে জিম, অডিটোরিয়াম, স্নাতকোত্তরের ভবন ও সৌর বিদ্যুৎ চালু করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছি।’’ অধ্যক্ষের লিখিত আবেদন মুখ্যমন্ত্রীর সচিবের হাতে পৌঁছে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা খড়্গপুর কলেজের পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ।
বর্তমানে খড়গপুর কলেজে কেবলমাত্র বাংলা ভাষার স্নাতকোত্তর পড়ানো হয়। ইংরেজি ও ইতিহাসে স্নাতকোত্তর পড়ানোর অনুমতি চেয়ে উচ্চ শিক্ষা সংসদের কাছে আবেদন জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। অনুমতি পেলে স্নাতকোত্তর পড়ানোর জন্য শ্রেণিকক্ষ প্রয়োজন। কলেজে বিপিএড কোর্স চালুর জন্যও আবেদন করা হয়েছে। সে ক্ষেত্রে কলেজে একটি জিম প্রয়োজন। এ বছর থেকে বিসিএ কোর্স চালুরও আবেদন করা হয়েছে।
বর্তমানে কলেজ, আবাসন, হস্টেলের বিদ্যুৎ বিল (তিন মাসে) আসে প্রায় দেড় লক্ষ টাকা। গরমে বিলের পরিমাণ বেশি হয়। তাই কলেজে সৌর বিদ্যুৎ চালু করতে চান কর্তৃপক্ষের। অধ্যক্ষ বিদ্যুৎবাবু বলছিলেন, ‘‘কলেজে কয়েকটি নতুন কোর্স চালুর আবেদন জানিয়েছি। তাই নতুন ভবন প্রয়োজন। কলেজের সার্বিক উন্নয়নের কথা ভেবেই মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছি।’’