Amit Shah

শাহের সফর, প্রস্তুতি শুরু 

শুরুতে ঠিক ছিল, আগামী শনিবার মেদিনীপুরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। শহরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ০০:২৯
Share:

ফাইল চিত্র

মেদিনীপুর শহরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার শহরে আসবেন তিনি। দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন। শাহের সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, রবিবার মেদিনীপুরে বিজেপির এক বৈঠক হওয়ার কথা। বৈঠকে থাকার কথা সাংসদ তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। থাকার কথা আরও একাধিক রাজ্য নেতৃত্বের।

Advertisement

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি শমিত দাশ মানছেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরে আসার কথা রয়েছে। তিনি দলের এক সাংগঠনিক বৈঠকে থাকবেন। প্রস্তাবিত ওই সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার মেদিনীপুরে দলের এক বৈঠক হবে।’’ দলের এক সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকটি মেদিনীপুরের কোথায় হবে তাও এখনও ঠিক হয়নি। সম্ভাব্য বৈঠকস্থল হিসেবে একাধিক জায়গার নাম উঠে এসেছে। নেতৃত্ব সমস্ত দিক খতিয়ে দেখছেন। শহরে হলে বৈঠকটি স্পোর্টস কমপ্লেক্সে হতে পারে বলেই দলীয় সূত্রে খবর। শমিত বলেন, ‘‘সব কিছু শীঘ্রই চূড়ান্ত হবে।’’ এর আগে লোকসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন অমিত শাহ। দিলীপ ঘোষের সমর্থনে এক সভা করেছিলেন তিনি। আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠন গোছাতেই অমিত শাহের এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

দলীয় সূত্রে খবর, দু'দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী বৃহস্পতিবার রাজ্যে আসার কথা। কর্মসূচি সেরে শুক্রবার তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। এই দু'দিনে দলের পৃথক চারটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকার কথা তাঁর। এরমধ্যে একটি বৈঠক দলের মেদিনীপুর জোন এলাকায় হবে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা নিয়েই বিজেপির মেদিনীপুর জোনের বিন্যাস। ওই বৈঠকে হাওড়া, হুগলির নেতাদেরও থাকার কথা। সবকিছু চূড়ান্ত না হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি শুরু করেছে গেরুয়া-শিবির। শনিবারও মেদিনীপুরে জেলাস্তরের এক বৈঠক হয়েছে। বৈঠকে প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

Advertisement

শুরুতে ঠিক ছিল, আগামী শনিবার মেদিনীপুরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। শহরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন। বছর ঘুরলে বিধানসভা ভোট। তার রণকৌশল ঠিক করতেই এই বৈঠকের ব্যবস্থা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। সম্প্রতি উত্তরবঙ্গে এসেছিলেন নড্ডা। বিজেপি নেতৃত্ব জানিয়েছিলেন, এ বার দক্ষিণবঙ্গে আসবেন নড্ডা। পরে অবশ্য ঠিক হয়েছে, নড্ডা নন, আসবেন শাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement