প্রচার শুরুর আগে বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। ছবি: পার্থপ্রতিম দাস।
প্রচার করতে পারল না সিপিএম।
বুধবার হলদিয়ার ব্রজলালচকে মিছিল করার কথা ছিল তমলুক লোকসভা উপ-নির্বাচনের বাম প্রার্থী মন্দিরা পণ্ডার। কিন্তু তার আগেই প্রার্থীকে ব্যক্তিগত ভাবে এবং পার্টি অফিসে ফোন করে ভবানীপুর থানার পুলিশ জানিয়ে দেয় মিছিল করা যাবে না। কারণ সে জন্য ৭২ঘণ্টা আগে অনুমতি নেওয়া প্রয়োজন ছিল।
মন্দিরাদেবী বলেন, “শাসকদল পুলিশ প্রশাসন দিয়ে পরিকল্পিতভাবে মিছিল করতে বাধা দিয়েছে। এর মধ্যে প্রচ্ছন্ন হুমকির সুর রয়েছে।” তবে বাম নেতারা প্রশাসনের সঙ্গে এখনই সংঘাতে না গিয়ে নতুন সপ্তাহ থেকে প্রচার মিছিল করতে চাইছেন। ব্রজলালচকের জোনাল অফিসের বৈঠকে তেমনই সিদ্ধান্ত হয়েছে।
এ দিনই নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়া পঞ্চায়েতের ভাঙাবেড়ায় আসেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। তিনিও প্রচার শুরু করেননি এ দিন। শহিদ মিনার ও স্মৃতিস্তম্ভে মালা দিয়ে শ্রদ্ধা জানান। তারপর স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহেরের বাড়ি যান। মঙ্গলবার থেকে ইভিএম পরীক্ষা শুরু হয়েছে মহকুমাশাসকের দফতরে। মহকুমাশাসক পূর্ণেন্দুশেখর নস্কর বলেন, “বৃহস্পতিবার পর্যন্ত কাজ চলবে। তারপর রিপোর্ট পাঠানো হবে জেলাশাসকের দফতরে।”