Prayag Film City

মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে ফিল্মসিটির কর্মীরা

মাস তিনেক আগে নভেম্বরের শেষদিকে চন্দ্রকোনা রোডের ডুকিতে প্রয়াগ ফিল্মসিটির জমি মাপজোক করা হয় ভূমি দফতরের তৎপরতায়।

Advertisement

রূপশঙ্কর ভট্টাচার্য

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৪ ০৮:২০
Share:

চন্দ্রকোনা রোডের ডুকিতে ফিল্ম সিটির প্রধান প্রবেশপথ। — নিজস্ব চিত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায়দের প্রস্তাবিত ইস্পাত কারখানা কি ফিল্মসিটির জমিতেই হবে! সেই জল্পনার অবসান হতে পারে মুখ্যমন্ত্রীর জেলা সফরে। আপাতত সে দিকেই তাকিয়ে চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্মসিটির কর্মীরা।

Advertisement

মাস তিনেক আগে নভেম্বরের শেষদিকে চন্দ্রকোনা রোডের ডুকিতে প্রয়াগ ফিল্মসিটির জমি মাপজোক করা হয় ভূমি দফতরের তৎপরতায়। চর্চা শুরু হয় ফিল্মসিটির অব্যবহৃত জমিতেই গড়ে উঠতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়দের ইস্পাত কারখানা। জানা যায়, ডিসেম্বরের গোড়ায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্প গড়তে রাজ্য সরকার এক টাকা মূল্যে প্রায় ৩৫০ একর জমি লিজ়ে দেবে শিল্পোন্নয়ন নিগমকে। সেই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়দের সংস্থাকে দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়। সেই জমি হতে পারে গড়বেতা ৩ (চন্দ্রকোনা রোড) ব্লকের প্রয়াগ ফিল্মসিটির। এর আগে শালবনিতে জিন্দালদের কারখানার একাংশে সৌরভদের ইস্পাত কারখানা হওয়ার জল্পনা শুরু হয়েছিল।

মন্ত্রিসভার বৈঠকে গড়বেতার জমির প্রসঙ্গ ওঠায় শালবনির জিন্দালদের জমির বিষয়টি ঢাকা পড়ে যায়। এর পরে চন্দ্রকোনা রোডের ফিল্মসিটির জমি তড়িঘড়ি মাপজোক হওয়ায়, সৌরভদের কারখানার স্থান বদলের সম্ভাবনা তৈরি হয়। আশায় বুক বাঁধতে থাকেন ফিল্মসিটির কর্মী-সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা। এই আবহে জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করবেন প্রশাসনিক বৈঠক। ফিল্মসিটির কর্মীরা তাকিয়ে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিকে। তাঁরা বলছেন, ‘‘জেলায় এসে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ফিল্মসিটির জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায়দের ইস্পাত কারখানা নিয়ে স্পষ্ট বার্তা দেবেন। এখানে কারখানা হলে ভালই হবে।’’

Advertisement

ফিল্মসিটির কর্মী প্রসেনজিৎ ঘোষ, তুষার মণ্ডল, সুনীল মণ্ডলেরা বলছেন, ‘‘মাপজোক যখন করে নিয়ে গিয়েছে, তখন নিশ্চয়ই ফিল্মসিটির জমিতে কিছু একটা হবে, তবে দাদার (সৌরভ গঙ্গোপাধ্যায়) কারখানা হলে ভাল। আমরা এতদিন বুক দিয়ে আগলে রেখেছি ফিল্মসিটিকে। আমাদের কাজের কথাটাও নিশ্চয়ই ভাবা হবে। আশা করছি সব জল্পনার অবসান হবে মুখ্যমন্ত্রীর জেলা সফরেই।’’ ফিল্মসিটির ম্যানেজার আশিস পাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কি বলেন সে দিকে তাকিয়ে রয়েছি আমরা। ফিল্মসিটির জমি মাপজোক করা হয়েছে মাস তিনেক আগে। তারপর আর কিছু হয়নি। এখানে কারখানা হবে বলে শুনছি। হলে ভালই হয়!’’ ডুকির বাসিন্দা তৃণমূলের জেলা সম্পাদক তথা গড়বেতা ৩ পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব ঘোষ বলেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায়দের ইস্পাত কারখানা ফিল্মসিটির জমিতে হবে বলে শুনেছি, জমি মাপজোক হয়েছে। মুখ্যমন্ত্রীর সব দিকেই নজর থাকে। আমরা আশাবাদী। দেখা যাক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement