Postmaster

টাকা আত্মসাতের নালিশ, গ্রেফতার পোস্টমাস্টার

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরূপ কুমার দোলই। বুধবার অভিযুক্তকে ঘাটাল আদালতে তোলা হলে ঘাটাল আদালতের এসিজেএম তার ৭ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০৪:৩৪
Share:

ধৃত পোস্টমাস্টার। নিজস্ব চিত্র

গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে চন্দ্রকোনা থানার কুঁয়াপুর ডাকঘরের পোস্টমাস্টারকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরূপ কুমার দোলই। বুধবার অভিযুক্তকে ঘাটাল আদালতে তোলা হলে ঘাটাল আদালতের এসিজেএম তার ৭ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জেলা ডাক বিভাগের এক আধিকারিক জানান, কুঁয়াপুরের ওই পোস্টমাস্টার গ্রাহকদের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তকে সাসপেন্ডও করা হয়েছে। চন্দ্রকোনা থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা হবে।

পুলিশ ও ডাকঘর সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগে টাকা আত্মসাতের বিষয়টি নজরে আসে। সম্প্রতি কুঁয়াপুর ডাকঘরে এক গ্রাহক টাকা তুলতে গিয়ে দেখেন, তাঁর পাসবইয়ে টাকার বিবরণ লেখা থাকলেও অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। এরপরে একাধিক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের ঘটনা সামনে আসে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়।

Advertisement

গ্রাহকদের অভিযোগ, অভিযুক্ত পোস্টমাস্টার অনেক গ্রাহকের পাসবই নিজের কাছে রেখে দিতেন। ফেরত চাইলে নানা অজুহাতে বিলম্ব করতেন তিনি। ভুক্তভোগী গ্রাহকেরা টাকা দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। ডাকঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। তারপরেই ৭ ফেব্রুয়ারি চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করা হয়। মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্ত পোস্টমাস্টারকে ধরে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement