Maoist

Jhargram: লালগড়ে ল্যান্ডমাইন রেখে নাশকতার চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

বিধানসভা ভোটের সময় লালগড়ের একাধিক জায়গায় উদ্ধার হয় ল্যান্ড মাইন। তেঁতুলতলার তাজা ল্যান্ড মাইন উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন চুনিলাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ২০:০১
Share:

ধৃতের সঙ্গে মাওবাদী যোগের সম্ভাবনা। প্রতীকী ছবি।

ল্যান্ডমাইন রেখে নাশকতার চেষ্টার অভিযোগে চুনিলাল মাণ্ডি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃতকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ঝাড়গ্রাম আদালতের বিচারক। পুলিশের দাবি, অভিযুক্ত ল্যান্ডমাইন রাখার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর সঙ্গে মাও যোগাযোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত চুনিলালের বাড়ি লালগড় থানার সিজুয়া অঞ্চলের একটি গ্রামে। রবিবার লালগড়ের ধরমপুরচক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, গত বছর ৭ মার্চ লালগড় থানার রামগড় অঞ্চলের তেঁতুলতলার রাস্তায় একটি তাজা ল্যান্ডমাইন উদ্ধার করে পুলিশ। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা মাইনটি নিষ্ক্রিয় করেন। ওই ঘটনায় কারা জড়িত থাকতে পারে এ নিয়ে চলছিল তদন্ত। অবশেষে অভিযুক্ত সন্দেহে চুনিলালকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ওই ব্যক্তি ল্যান্ডমাইন নিজে রাখার কথা

স্বীকারও করে নিয়েছেন। তাঁর সঙ্গে মাওবাদীর যোগাযোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমনকি মাওবাদীদের কাছ থেকেই চুনিলাল ওই ল্যান্ডমাইন জোগাড় করেন বলে মনে করছে পুলিশ। ঝাড়গ্রাম পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘ধৃত ব্যক্তি ল্যান্ডমাইন রাখার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। মাওবাদীদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement