Kali Puja 2021

kali puja 2021: মেদিনীপুর শহরে ১০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ

বাজি বিক্রি নিয়ে আরও কড়া পদক্ষেপ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শনিবার জেলা জুড়েই অভিযান চালায় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ০০:৩০
Share:

বাজির দোকানে হানা পুলিশের। নিজস্ব চিত্র।

আদালতের নির্দেশের পরেই বাজি বিক্রি নিয়ে আরও কড়া পদক্ষেপ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। শনিবার জেলা জুড়েই অভিযান চালায় তারা। কালীপুজোয় সমস্ত রকম বাজি নিষিদ্ধ, আদালতের এই নির্দেশের পর নড়েচড়ে বসল ওই জেলার কোতোয়ালি থানার পুলিশ। অভিযান চালিয়ে সব রকমের বাজি বাজেয়াপ্ত করেছে তারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর শহরের সাহাভড়ং বাজার, স্কুল বাজার, ভীমচক, নান্নুরচক এলাকার বাজির দোকানগুলিতে হানা দেয় পুলিশ। ১০ কেজির বেশি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বাজি বিক্রেতাদের আদালতের নির্দেশ স্মরণ করিয়ে বাজি বিক্রির ব্যাপারে সতর্ক করা হয় পুলিশের তরফে। কয়েক দিন ধরেই নিষিদ্ধ বাজির উপর মেদিনীপুর শহর এবং শহর লাগোয়া বাজি তৈরির গ্রাম ছেরুয়ায় অভিযান চালিয়েছে কোতোয়ালি থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement