সতর্ক করছে পুলিশ নিজস্ব চিত্র।
রাজ্যে আরও কিছুদিন বিধিনিষেধ থাকলেও কড়াকড়ি অনেকটাই শিথিল হয়ে গিয়েছে। আর সেই সুযোগেই পর্যটকরা ছুটছেন সৈকত শহর দিঘায়। কিন্তু অধিকাংশ পর্যটকই করোনা সতর্কতা না মেনে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। এই পরিস্থিতিতে রাশ টানতে পথে নামল পুলিশ।
পর্যটকদের এমন কাজে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের সঙ্গে অনেক জায়গাতেই বচসায় জড়িয়ে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষও। এই নিয়ে প্রশাসনের কাছে এসেছে একাধিক অভিযোগ।
পর্যটকদের মধ্যে কোভিড সচেতনতা বাড়াতে বুধবার রাতে রামনগর-১ নম্বর ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়ের নেতৃত্বে অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও দিঘা থানার পুলিশ আধিকারিকরা ময়দানে নামেন। বহু পর্যটককেই মাস্ক ছাড়া ঘুরে বেড়ানোর জন্য সতর্ক করেন তাঁরা। প্রশাসনের সতর্কতার পরেও নিয়ম না মানায় সাত জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।