নির্যাতিতার বাড়িতে বিজেপির প্রতিনিধি দল। —নিজস্ব চিত্র।
নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পিংলা থানার কালুখারা গ্রামে প্রতিবন্ধী এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ওই ঘটনায় পিংলায় শনিবার প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি। সেই দলে ছিলেন ভারতীও। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। যদিও ভারতীর এই অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতারা।
শনিবার পিংলায় নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করেন ভারতী। ইতিমধ্যেই ওই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেয় বিজেপির ওই প্রতিনিধি দল। পাশাপাশি নির্যাতিতার শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজ নেন ভারতী। তাঁর অভিযোগ, ‘‘প্রতি দিন ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা ঘটে এবং সে জন্য আসতে হয়।’’ প্রাক্তন ওই পুলিশকর্তার মতে, ‘‘পুলিশের নিজস্ব রাজধর্ম থাকা সত্বেও তারা তা পালন করেনি। অভিযোগের তির ঘুরে গিয়েছে পুলিশের দিকে। এত বড় একটা ঘটনায় পুলিশ কী করল? এই মামলায় অনেক গুরত্বপূর্ণ ধারা দেওয়া হয়নি। তার মানে এই মামলাটিকে হালকা করে দেওয়া হয়েছে। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের যাতে জামিন হয়ে যায় সে জন্য হালকা ধারায় মামলা রুজু করা হয়েছে।’’
ভারতীর অভিযোগ নিয়ে মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, ‘‘পিংলার ওই ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযোগের পর এক জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি রাজনীতি করার জন্য রাজনীতি করছে।’’