খাসজঙ্গলে হচ্ছে জেলার দ্বিতীয় হেলিপ্যাড

স্থায়ী হেলিপ্যাড তৈরি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। প্রশাসনের উদ্যোগে হেলিপ্যাডটি তৈরি করা হচ্ছে মেদিনীপুর শহর লাগোয়া খাসজঙ্গলে, সদর ব্লক অফিস যাওয়ার পথে সরকারি বাস ডিপোর পাশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩৪
Share:

স্থায়ী হেলিপ্যাড তৈরি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। প্রশাসনের উদ্যোগে হেলিপ্যাডটি তৈরি করা হচ্ছে মেদিনীপুর শহর লাগোয়া খাসজঙ্গলে, সদর ব্লক অফিস যাওয়ার পথে সরকারি বাস ডিপোর পাশে। জোরকদমে কাজ শুরুও হয়ে গিয়েছে। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা জানান, হেলিপ্যাডের কাজ দ্রুত শেষ করার চেষ্টা হচ্ছে।

Advertisement

জেলায় একটি স্থায়ী হেলিপ্যাড আগে থেকেই রয়েছে। সেটি মেদিনীপুর সার্কিট হাউসের ভেতরে। প্রশাসন সূত্রে খবর, সার্কিট হাউস সংলগ্ন এলাকাটি শহরের মাঝে। স্বাভাবিকভাবেই চারদিক জুড়েই রয়েছে জনবসতি। এক সময় ওই এলাকায় জনবসতি ছিল না। ধীরে ধীরে কিছু বাড়ি তৈরি হলেও সেগুলি একতলা বা দোতলা ছিল। বর্তমানে বেড়েছে জমির দাম। ঝোঁক বেড়েছে বহুতল নির্মাণেরও। চারদিকে বহুতল থাকলে কপ্টার ওঠা-নামায় সমস্যা হয়। দুর্ঘটনার আশঙ্কা থাকে। কিছু ক্ষেত্রে এই সমস্যার কথা উঠেও এসেছিল। তাই বিশিষ্টজনেরা জেলায় এলে ইদানীং সার্কিট হাউসের হেলিপ্যাডের পরিবর্তে পুলিশ লাইনের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। সমস্যা এড়াতে ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে নতুন স্থায়ী হেলিপ্যাড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement