বিজেপির জমায়েতে অবরুদ্ধ পথ। সোমবার মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন দাবিতে সোমবার মেদিনীপুরে আইন অমান্য কর্মসূচি করল বিজেপি। এ দিন মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে, জেলাশাসকের দফতরের সামনে এই কর্মসূচি হয়। কোনও বড় ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেনি। কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় প্রমুখ।
আগামী ১৮ জুন কলকাতায় আইন অমান্য কর্মসূচি হবে। তার আগে জেলায় জেলায় এই কর্মসূচি করার নির্দেশ দেন বিজেপির রাজ্য নেতৃত্ব। দলীয় রাজ্যে আইনের শাসন নেই। জেলাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি বেহাল হয়ে পড়ছে। তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের ধরতে সাহসই পাচ্ছে না পুলিশ। দিলীপবাবু বলেন, “থানা থেকে গাড়ি পাঠিয়ে কাউন্সিলরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সুপার পুলিশের পোষাক পরে তৃণমূল কর্মীর মতো আচরণ করছেন। রাজ্যে গণতন্ত্র বিপন্ন। জেলাতেও তাই। এ সবের প্রতিবাদ করতে হলে রাস্তায় নামতেই হবে। না- হলে সাধারণ মানুষের সুরক্ষা বলে কিছু থাকবে না।” এ দিন দলের জেলা কার্যালয় থেকে মিছিল করে কালেক্টরেটের সামনে আসেন বিজেপির কর্মী- সমর্থকেরা।