বদলি রোখার দাবিতে বিক্ষোভ। নিজস্ব চিত্র
এ যেন চলচ্চিত্রের গল্প উঠে এল বাস্তবে। সাধারণ মানুষের কাছে তাঁর পরিচয় ‘গরিবের ডাক্তার’ নামে। আর সেই চিকিৎসককেই যখন বদলি করা হচ্ছে তখন ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। মঙ্গলবার এই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রামের মোহনপুরে।
দিন হোক বা রাত, কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসা করার জন্য ছুটে যান মোহনপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক মানিক সিংহ। এই কাজেই তাঁর সমধিক পরিচিতি। এ হেন কাজের মানুষকে বদলি করে দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরের চালুন ব্লক স্বাস্থ্য আধিকারিকের পদে। কিন্তু তা মানতে পারছেন না এলাকার বাসিন্দারা। জনপ্রিয় ওই চিকিৎসককে ছাড়তে চান না কেউ। তাই তাঁর বদলির প্রতিবাদে মঙ্গলবার মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে ধরনায় বসেন গ্রামবাসীরা।
মিছিলে যোগ দেওয়া মদন মাহাতো বলেন, ‘‘ওই ডাক্তারবাবুকে এখান থেকে বদলি করে দিলে, আমরা বিনা চিকিৎসায় মারা যাব। তিনি যে কোনও সময়ে আমাদের চিকিৎসা পরিষেবা দেন। এই বদলি রাজনৈতিক হিংসার জেরে। আমরা এটা বাতিল করতে জেলাশাসকের কাছে আবেদন করেছি।’’