নওশাদ সিদ্দিক্কি। ফাইল চিত্র।
মা, বোনেদের ৫০০ টাকা দিয়ে ভুলিয়ে রেখে ৫০ কোটি টাকা লুট করা হচ্ছে। যে মাকে ৫০০ টাকা দেওয়া হচ্ছে, তাঁরই ছেলেকে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি কিনতে হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার সভা থেকে এই ভাবেই শাসকদলকে বিঁধলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। তাদের বক্তব্য, বিজেপিকে সুবিধা করে দিতেই মাঠে নামছে আইএসএফ।
শনিবার দুপুরে চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-১ পঞ্চায়েতের কৃষ্ণপুর ফুটবল মাঠে আইএসএফের কর্মী সমাবেশ ছিল। সেখানে শাসকদলের বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা লুট করার অভিযোগ তুলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। তিনি বলেন, ‘‘আপনারা হয়তো জানেন না, একটি পঞ্চায়েতে উন্নয়নের জন্য বছরে পাঁচ কোটি টাকা আসে। সর্বোচ্চ মেলে ১০ কোটি টাকা। তা হলে পাঁচ বছরে হয় ৫০ কোটি টাকা।’’ মা, বোনেদের উদ্দেশে নওশাদ বলেন, ‘‘মাসে ৫০০ টাকা দিয়ে আপনাদের ভুলিয়ে রেখে ওরা ৫০ কোটি টাকা লুট করছে। যে মাকে ৫০০ টাকা দিচ্ছে, সেই মায়ের ছেলেকে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি কিনতে হচ্ছে। মায়ের ছেলে যাতে মাতাল তৈরি হয়, সে জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করেছে। ৫০০-১০০০ টাকায় ভুলে গেলে হবে না। মায়েদের বলব, আওয়াজ তুলুন। আপনার ছেলের ভবিষ্যতের জন্য।’’
তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি এ বিষয়ে বলেন, ‘‘আসলে বিজেপিকে সুবিধে করে দিতে অভ্যস্ত। সেই জন্য এই কাজ করছে। যতই মিটিং করুক অন্য জায়গা থেকে লোক এনে, জেলার সংখ্যালঘুরা তৃণমূলের সঙ্গে রয়েছে এবং থাকবে। বাস্তব কী, তা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই উনি পেয়ে যাবেন।’’