Digha

এক বাসে চার সৈকত, পর্যটকদের উপহার

১৭ আসনের এই বাস প্রতিদিন সকাল ৮ টায় দিঘা থেকে ছাড়বে। দিনভর স্থানীয় সবকটি পর্যটন কেন্দ্র ঘুরে ফের সন্ধ্যায় পর্যটকদের দিঘায় পৌঁছে দেবে ওই বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০১:১৪
Share:

এই বাসে ঘোরানো হবে পর্যটকদের। নিজস্ব চিত্র।

বিদায় বেলায় ২০২০। করোনাকে হারিয়ে শীতের আমেজ উপভোগ করতে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়। সৈকত শহরে বেড়াতে আসা পর্যটকদের ঘোরার জন্য বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। একই বাসে পর্যটকরা দিঘা, মন্দারমণি এবং তাজপুর ও শঙ্করপুর উপকূলের সবকটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারবেন। এর জন্য প্যাকেজ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ইংরেজি নতুন বছর শুরুর আগেই ওই বিশেষ বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে বলে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)সূত্রে জানা গিয়েছে।

Advertisement

ডিএসডিএ সূত্রে খবর, ১৭ আসনের এই বাস প্রতিদিন সকাল ৮ টায় দিঘা থেকে ছাড়বে। দিনভর স্থানীয় সবকটি পর্যটন কেন্দ্র ঘুরে ফের সন্ধ্যায় পর্যটকদের দিঘায় পৌঁছে দেবে ওই বাস। এর জন্য ৩৪০ টাকা মাথাপিছু ভাড়া ধার্য করা হয়েছে। মঙ্গলবার দিঘা থেকে ১৬ জন পর্যটক নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় ওই বিশেষ বাস। সাথী মাল নামে এক মহিলা পর্যটক বলেন, ‘‘এ ধরনের প্যাকেজ ট্যুর ভাবা যায় না। আগেও দি‌ঘায় এসেছি। কিন্তু ওই সব জায়গা ঘোরার জন্য অনেকগুো টাকা খরচ হয়ে যেত। তুলনায় এখন অনেক কম খরচে সবকটি জায়গা ঘুরতে পেরে দারুণ লাগছে। এতে পর্যটকদের সুবিধাই হল।’’ হুগলির ব্যান্ডেল থেকে আসা সোমনাথ সাহা বলেন, ‘‘বাসে চেপে দিঘায় এসেছি। কিন্তু গোটা পরিবার নিয়ে আশপাশের বাকি পর্যটন কেন্দ্রগুলি একসঙ্গে ঘোরা আগে বেশ কঠিন ছিল। এ বার একই বাসে সবকটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখার আমেজ আলাদা।’’

ডিএসডডিএ-র এক আধিকারিক বলেন, ‘‘অনেকে মোবাইল ফোনে যোগাযোগ করে ওই বিশেষ বাসে মন্দারমণি, তাজপুর-সহ সব কয়টি পর্যটন কেন্দ্র ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করছেন।’’ ডিএসডডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানস কুমার মণ্ডল বলেন, ‘‘পর্যটকদের জন্য প্রথমে একটি বাস চালানো হচ্ছিল। তাতে খুব ভাল সাড়া মিলছে। তাই বর্ষবিদায় এবং বর্ষবরণ উপলক্ষে আরও একটি বিশেষ বাস চালানো হবে। পরবর্তীকালে পরিস্থিতি বুঝে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement