লিয়াকত আলি (ইনসেটে)-কে শেষ শ্রদ্ধা পর্ষদ অফিসে। —নিজস্ব চিত্র।
অসতর্ক হয়ে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিকের। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মাদপুর রেল স্টেশনের কাছে। মৃত লিয়াকত আলি (৫৪) মাদপুরের কাপাসগেড়িয়ার বাসিন্দা। তিনি মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক আধিকারিক (মেদিনীপুর) পদে কর্মরত ছিলেন। এ দিন বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে মেদিনীপুরের কেরানিতলার অফিসে যাওয়ার কথা ছিল তাঁর।
স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন বাড়ি থেকে বেরিয়ে কাপাসগেড়িয়ার রাস্তা দিয়ে এসে স্টেশন পৌঁছতে লাইন পেরোচ্ছিলেন লিয়াকত। সেই সময় খড়্গপুরের দিক থেকে আসা আদ্রা-হাওড়া শিরোমণি প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ছিটকে যান তিনি। ঘটনাস্থলে আসে রেল পুলিশ। দেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। খড়্গপুর রেল পুলিশের আইসি বিধান ভট্টাচার্য বলেন, ‘‘মধ্যশিক্ষা পর্ষদের ওই আধিকারিক ছাতা মাথায় দিয়ে লাইন পেরোচ্ছিলেন বলে জানা গিয়েছে। অসতর্কতার জেরেই দুর্ঘটনা বলে অনুমান।’’
ময়নাতদন্তের পরে এ দিন লিয়াকতের দেহ নিয়ে যাওয়া হয় মেদিনীপুরে পর্ষদের অফিসে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের জেলা আহ্বায়ক নির্মলেন্দু দে বলেন, ‘‘লিয়াফত আলি খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা মর্মাহত।’’