—ফাইল চিত্র।
আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার নন্দকুমারের পরমহংসপুর থেকে শেখ দিল মহম্মদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, নন্দকুমারের বাসিন্দা দিল মহম্মদ-সহ কয়েকজন পোশাক এবং বিভিন্ন জিনিসপত্র কম দামে পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করত। এভাবেই সে হগলির এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছিল। হুগলির ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, ব্যবসায়িক লেনদেনের জন্য গত ২৮ জানুয়ারি তমলুকের মিলননগরের কাছে একটি হোটেলে তাঁকে ডেকেছিল দিল মহম্মদ। সেখানে তিনি দিল মহম্মদকে আট লক্ষ টাকা দেন বলে দাবি। অভিযোগ, টাকা দেওয়ার পরেই সেখানে একটি পুলিশ সেজে হাজির হন কয়েকজন ব্যক্তি। তারা হুগলির ওই ব্যবসায়ীকে বেআইনিভাবে টাকা লেনদেন করা হচ্ছে বলে গ্রেফতারের ভয় দেখায় এবং সেখান থেকে চলে যাওয়ার হুমকি দেয়।
হুগলির ওই ব্যবসায়ী প্রথমে সেখান থেকে চলে যান। পরে দিল মহম্মদের বিরুদ্ধে তমলুক থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ওই প্রতারণা চক্রের কয়েকজনকে চিহ্নিত করে। এ দিন পরমহংসপুর থেকে দিল মহম্মদকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, হলদিয়া-সহ জেলার বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের নিয়ে গিয়ে ওই পদ্ধতিতে প্রতারিত করতে মহম্মদেরা। ওই কাজে পুলিশের নকল পোশাকও ব্যবহার করা হত। ওই প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত। মহম্মদকে জেরা করে অন্যদের পরিচয় জানতে পেরেছে পুলিশ। আপাতত তাদের ধরতে তদন্ত চালানো হচ্ছে।