—প্রতীকী চিত্র।
হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। ঝাড়গ্রামের ঢেঁকিপুড়া গ্রামের ঘটনা। মৃতার নাম কোকিলা মাহাতো (৭০)। শুক্রবার ভোরে দরজা ভেঙে ঘুমন্ত বৃদ্ধাকে শুঁড় দিয়ে তুলে এনে বাড়ির বাইরে আছাড় মারে হাতিটি। যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে একটি দলছুট হাতি গ্রামে হানা দেয়। খাবারের সন্ধানে সেটি কোকিলার বাড়ির দরজা ধাক্কা দিয়ে সেটি ভেঙে ফেলে। সেই সময়েই ওই ঘটনা ঘটে। হাতিটি গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর গ্রামবাসীরা কোকিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি বন দফতরকেও জানানো হয়েছে।
গ্রামবাসীরা জানান, বেশ কয়েক দিন ধরে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত ভাবে একটি দলছুট হাতি ঘুরে বেড়াচ্ছিল। মাঝেমাঝেই সেটি গ্রামে হানা দিচ্ছে। ক্ষয়ক্ষতি হচ্ছে তাতে। গ্রামবাসী দীপক মাহাতো বলেন, ‘‘খাবারের জন্য মাঝেমাঝেই গ্রামে ঢোকে হাতি। আমরা নিজের বাড়িতেও নিরাপদ নয়। বন দফতরকে অবিলম্বে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’’