মৃত বৃদ্ধের দেহ। নিজস্ব চিত্র।
হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে দলমার জঙ্গলমহল এলাকায়। হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের সন্দাপাড়া অঞ্চলের জোড়কদা গ্ৰামে। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মান্ডি ওরফে লেপা মান্ডি। তাঁর বয়স ৬৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দলমার দলছুট দাঁতাল হাতি ঢুকে পড়ে লোকালয়ে। সেখানে বৃদ্ধ গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে যাচ্ছিলেন। সেই সময় হাতি চলে আসায় পালাতে না পেরে হাতির হামলায় মৃত্যু হয় তাঁর। হাতিটি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর গ্রামবাসীরা ওই বৃদ্ধকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বন দফতর ও পুলিশ গিয়ে উদ্ধার করে আহত বিশ্বনাথকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বন দফতর। সে সঙ্গে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর জন্য বনকর্মীরা চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। কেশিয়ারিতে সোমবার রাতে হাতির দলের হামলায় ফসলের ক্ষতি হয়েছিল। সেই ক্ষয়ক্ষতি জানার চেষ্টাও বনকর্মীরা করছেন বলে জানা গিয়েছে।