Old Couple

ছেলে-বৌমার অত্যাচার, হেঁটে থানায় বৃদ্ধ দম্পতি  

থানা সূত্রে খবর, রাত ১২টা নাগাদ থানায় পৌঁছন বৃদ্ধ দম্পতি। অভিযোগ নেওয়ার পর এবং ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে বাড়ি যেতে রাজি হন বৃদ্ধ দম্পতি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩২
Share:

থানা চত্বরে বৃদ্ধ ।

ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ৯২ বছরের বৃদ্ধ দম্পতি রাতে ১০ কিলোমিটার হেঁটে কাঁথি থানায় আশ্রয় নিলেন।

Advertisement

শনিবার রাতে মুকুন্দপুরের ঘটনা। কাঁথি থানা সূত্রে জদানা গিয়েছে, ওই দিন রাত ৯টার সময় বাড়িতে খেতে বসেছিলেন বৃদ্ধ দম্পতি জিতেন দেবনাথ এবং তাঁর স্ত্রী আলো। কিন্তু সেজো ছেলে গোরা দেবনাথ ও তার স্ত্রী সম্পত্তি লিখে দেওয়ার দাবি তুলে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে খাওয়ার থালা ছুঁড়ে ফেলে দেয়। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে রাতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন বৃদ্ধ-বৃদ্ধা। অনেক রাত হয়ে যাওয়ায় এবং শীতের জন্য রাস্তায় কোনও যানবাহন ছিল না। তাই হেঁটে প্রায় ১০ কিলোমিটার দূরে মুকুন্দপুর থেকে কাঁথি থানায় চলে আসেন ছেলের বিরুদ্ধে অভিযোগ জানতে।

থানা সূত্রে খবর, রাত ১২টা নাগাদ থানায় পৌঁছন বৃদ্ধ দম্পতি। অভিযোগ নেওয়ার পর এবং ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে বাড়ি যেতে রাজি হন বৃদ্ধ দম্পতি। পুলিশের গাড়িতে করেই তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। জিতেনবাবু মাসে রাজ্য সরকারের দেওয়া হাজার টাকা ভাতা পান। তাই দিয়েই কোনওরকমে দম্পতির সংসার চলে। অন্যান্য ছেলেরা থাকলেও তাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন। তাই সেজো ছেলে খেতে না দিয়ে অত্যাচার চালাত বলে দম্পতির অভিযোগ। কাঁথি থানার এক পুলিশ কর্তা জানানা, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement