Gold Loan

নিয়ম ভেঙে স্বর্ণ ঋণ, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল রিজার্ভ ব্যাঙ্ক

ব্যাঙ্ক ও গোল্ড লোন সংস্থাগুলির বিরুদ্ধে উঠছে নিয়ম ভেঙে স্বর্ণ ঋণ দেওয়ার অভিযোগ। এ ব্যাপারে কড় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সার্কুলার জারি করেছে আরবিআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১০:৪০
Share:

—প্রতীকী ছবি।

নিয়ম মেনে দেওয়া হচ্ছে না স্বর্ণ ঋণ। ব্যাঙ্কগুলিকে সতর্ক করে এবার কড়া বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে দীর্ঘদিন ধরেই মাসিক কিস্তিতে লোন পরিশোধ স্কিম চালু করার কথা আসছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কিন্তু অভিযোগ এখনও পর্যন্ত ওই স্কিম চালু করেনি সংশ্লিষ্ট সমস্ত সংস্থা।

Advertisement

সূত্রের খবর, স্বর্ণ ঋণের ব্যাপারে আম জনতাকে আরও বেশি উৎসাহী করতে এতে নানা রকমের পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে ব্যাঙ্ক ও গোল্ড লোন সংস্থা। যার অন্যতম হল মাসিক কিস্তিতে সুদ-সহ ঋণের টাকা পরিশোধ। এর সঙ্গে বাড়ি বা গাড়ির ঋণের ইএমআইয়ের তুলনা টানা যেতে পারে। এটি চালু হলে তা গ্রাহকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে।

আরবিআইয়ের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, স্বর্ণ ঋণের ক্ষেত্রে গ্রাহকের টাকা পরিশোধের ক্ষমতা যেভাবে পরিমাণ করা হয়, তা পুরোপুরি ঠিক নয়। এটি শুধু মাত্র বন্ধক রাখা অলঙ্কারের মূল্যের উপর নির্ভর করে না। আর সেই কারণেই স্বর্ণ ঋণের টাকা পরিশোধের জন্য মাসিক কিস্তির স্কিম চালু করার উপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Advertisement

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর স্বর্ণ ঋণের উপর একটি সার্কুলার জারি করে আরবিআই। সেখালে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ঋণ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের উল্লেখ রয়েছে। পাশাপাশি, স্বর্ণ ঋণের উৎস, মূল্যায়ন, নিলামের স্বচ্ছতা, ঋণ মূল্যের (লোন টু ভ্যালু বা এলটিভি) অনুপাতের নিরীক্ষণ, ঝুঁকি এবং ওজন সংক্রান্ত সমস্যাগুলি সার্কুলারে চিহ্নিত করা হয়েছে।

অনেক সময়ে নির্ধারিত সময়ের মধ্যে স্বর্ণ ঋণের টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারেন না গ্রাহক। সে ক্ষেত্রে তার থেকে আংশিক টাকা নিয়ে ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধি করে ব্যাঙ্ক বা গোল্ড লোন সংস্থা। সার্কুলারে একে ‘অস্বাস্থ্যকর অভ্যাস’ বলে উল্লেখ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement