ব্যবসায়ীরা জিএসটি রিটার্ন ফাইল করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। — প্রতীকী চিত্র।
ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সময় মতো জিএসটি রিটার্ন জমা দিতে না পারায় চিন্তায় পড়েছেন মুর্শিদাবাদের ব্যবসায়ীরা।
তাঁরা জানাচ্ছেন, তিন মাস অন্তর যেমন জিএসটি রিটার্ন ফাইল করা যায়, তেমনই প্রতি মাসে জিএসটি ফাইল করার নিয়ম রয়েছে। যাঁরা প্রতি মাসে জিএসটি রিটার্ন ফাইল করেন তাঁদের প্রতি মাসের ২০ তারিখের মধ্যে সেই কাজ শেষ করতে হয়। কিন্তু বেলডাঙার উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গত ১৬ নভেম্বর রাত থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার মেয়াদ বাড়িয়ে ২৩ নভেম্বর হয়েছে। এই সময়কালে ব্যবসায়ীরা জিএসটি রিটার্ন ফাইল করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।
তবে কেউ কেউ পড়শি জেলায় গিয়ে জিএসটি রিটার্ন ফাইল করছে বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখর মারুঠি বলেন, ‘‘প্রতি তিন মাস অন্তর এবং প্রতি মাসে জিএসটি রিটার্ন ফাইল করতে হয়। প্রতি মাসে যাঁরা জিএসটি রিটার্ন ফাইল করেন তাঁদের মাসের ২০ তারিখের মধ্যে সেই কাজ করতে হয়। কিন্তু ১৬ নভেম্বর থেকে মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ। যার জেরে বহু ব্যবসায়ী জিএসটি রিটার্ন করতে পারেননি। সময় মতো জিএসটি রিটার্ন ফাইল করতে না পারায় যাতে আমাদের কোনও ব্যবসায়ীর জরিমানা না হয়, সেই আবেদন জানাচ্ছি।’’
শেখর আরও বলেন, ‘‘শুধু জিএসটি রিটার্ন নয়, ব্যবসার সব কিছু এখন অনলাইনে চলে। অনলাইন বন্ধ থাকায় টাকা মেটানো যাচ্ছে না। ফলে জিনিসপত্র কেনার জন্য ব্যবসায়ীরা কোম্পানির কাছে অর্ডার করতে পারছেন না। এমন চলতে থাকলে জিনিসপত্র পেতে সমস্যা হবে।’’
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ‘‘ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে রিটার্ন ফাইল করেননি এমন নয়। ইন্টারনেট পরিষেবা না থাকায় রিটার্ন ফাইল করতে পারেননি। ব্যবসায়ীদের যেন কোনও রকম জরিমানা না করা হয় সেটাই আমাদের দাবি। জিএসটির পুরো প্রক্রিয়া অনলাইনে করা হয়।’’
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বেলডাঙার উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে রাজ্য প্রশাসন। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে জিএসটি রিটার্ন ফাইল নিয়ে কোনও সমস্যার কথা ব্যবসায়ীরা জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বহরমপুরের খাগড়ার বস্ত্র ব্যবসায়ী অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘‘এখন বেচাকেনার ক্ষেত্রে অনলাইনে লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ১৬ নভেম্বর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে বেচাকেনায় যথেষ্ট প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার উপরে বুধবার ছিল জিএসটি রিটার্ন ফাইলের শেষ দিন। ইন্টারনেট বন্ধ থাকায় বহু ব্যবসায়ী সময় মতো জিএসটি রিটার্ন করতে পারেননি। আমরা কী করব ভেবে পাচ্ছি না।’’