বন্ধ বিদ্যালয় পরিদর্শক অফিস, ভোগান্তি

গত সাতদিন ধরে চণ্ডীপুর ব্লকের নরঘাট চক্রের অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিস বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। আর তার জেরে বিপাকে পড়ছেন অফিসের কর্মীদের পাশাপাশি বহু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০২:২৮
Share:

গত সাতদিন ধরে চণ্ডীপুর ব্লকের নরঘাট চক্রের অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিস বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। আর তার জেরে বিপাকে পড়ছেন অফিসের কর্মীদের পাশাপাশি বহু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। ঘটনার কথা স্বীকার করে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মানসকুমার দাস বলেন, ‘‘অফিস বন্ধ থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শক আমাদের আগে কিছু জানান নি। কেন অফিস বন্ধ রয়েছে তা পরিদর্শকের কাছ থেকে জানার জন্য বিদ্যালয় পরিদর্শককে বলেছি।’’

Advertisement

প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের কয়েকজন গত বুধবার অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় পরিদর্শক উপস্থিত ছিলেন না। শিক্ষক সংগঠনের নেতৃত্ব ওই অফিসের কর্মীদের কটূক্তি করেন ও বিদ্যালয় পরিদর্শকের হুমকি দেন বলে অভিযোগ। ওই শিক্ষক সংগঠনের চাপে কর্মীরা অফিসে তালা মেরে অফিস ছেড়ে চলে যান বলে অভিযোগ। ওই ঘটনার পরদিন থেকে অবর বিদ্যালয় পরিদর্শক অফিস বন্ধ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

নরঘাট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রবাল সাঁতরা বলেন, ‘‘অসুস্থ থাকার কারণে আমি বুধবার অফিসে আসতে পারিনি। ওইদিন একটি শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে এসেছিলেন। আমি না থাকায় সংগঠনের প্রতিনিধিরা অফিসের কর্মীদের কাছে কটূক্তি করেন ও হুমকি দেন বলে জানতে পারি। নিরাপত্তার অভাবের কারণে ওই অফিস বন্ধ রয়েছে।’’ অভিযোগ নিয়ে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের নরঘাট চক্রের সভাপতি বরুন দোলই বলেন, ‘‘ওই অবর বিদ্যালয় পরিদর্শক স্বেচ্ছাচারী প্রশাসকের মত কাজ করেন। শিক্ষকদের সঙ্গে উনি প্রায়ই দুর্ব্যবহার করে থাকেন। হুমকি দেওয়ার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’’

Advertisement

সংবর্ধনা। মঙ্গলবার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্থানীয় গোপীবল্লভপুরের বিধায়ক তথা অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতোকে সংবর্ধনা দেওয়া হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement