Haldia Township

হলদিয়া টাউনশিপে রথযাত্রায় বসবে না মেলা

করোনার আবহে এ বার আর রথাযাত্রার আয়োজন করা হচ্ছে না। বসছে না মেলাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ০২:৩৩
Share:

এ বার আর শহর পরিক্রমা করবে না এই রথ। নিজস্ব চিত্র

ছিল লোহার রথ। রথাযাত্রার জন্য সেই রথের আমূল সংস্কার করা হয়েছিল। কাঠের রথ তৈরির পরে তার উপরে নানা রঙের পোঁচ পড়েছিল। রথের সংস্কারে অর্থ বরাদ্দ করেছিলেন হলদিয়ার পুরপ্রধান শ্যামল আদক। নতুন চেহারায়, নতু সাজে এ বার রথযাত্রা নিয়ে প্রবল উৎসাহ উদ্দীপনা ছিল এলাকার মানুষের মধ্যে। ছিল রথযাত্রা উপলক্ষে বসা মেলা নিয়েও। কিন্তু করোনা ভাইরাসের থাবায় রথযাত্রা নিয়ে এলাকার মানুষের উৎসাহ-উদ্দীপনা এখন অথৈ জলে।

Advertisement

করোনার আবহে এ বার আর রথাযাত্রার আয়োজন করা হচ্ছে না। বসছে না মেলাও। রথযাত্রা কমিটির সদস্য সুব্রত দাসঅধিকারী বলেন, ‘‘করোনা সতর্কতা বিধি মেনে ঠিক হয়েছে এ বছর রথযাত্রা বন্ধ থাকবে। হুগলির মাহেশের রথযাত্রা এ বার হচ্ছে না। মহিষাদলের আড়াইশো বছরের রথযাত্রাও স্থগিত করা হয়েছে। সেই নিরিখে আমরা সভা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে তিনি জানান, প্রথা মেনে রথযাত্রার দিন রথ সাজানো হবে। নিয়ম করে রথের চাকা গড়ালেও রথ হলদিয়া টাউনশিপ পরিক্রমা করবে না। রথযাত্রা কমিটির সদস্য রামকৃষ্ণ দাস অধিকারী জানান, প্রশাসন যে ভাবে নির্দেশ দেবে সেভাবেই তাঁরা চলবেন। রথযাত্রী কমিটি সূত্রে খবর, এ বার বন্ধ থকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement