রেলশহরে রেশন জট কাটাতে এ বার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করলেন খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার। শুক্রবার কলকাতায় গিয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রদীপবাবু। শহরে রেশন ব্যবস্থার অন্তর্ভুক্ত গ্রাহক সংখ্যার অর্ধেকের ডিজিট্যাল কার্ড এসেছে। বাকি গ্রাহকদের ডিজিট্যাল রেশন ব্যবস্থার আওতায় আনতে নতুন করে ‘থ্রি-ইউ’ ফর্ম পূরণের পরিকল্পনা করেছে পুরসভা।
বৃহস্পতিবারই এক বৈঠক ডেকে বাড়ি-বাড়ি সমীক্ষা করা হবে বলেও সিদ্ধান্ত নেয় পুরবোর্ড। খড়্গপুরেও কম সংখ্যক কার্ড আসায় অনেক মানুষ বঞ্চিত হওয়ার আশঙ্কায় আগেই কার্ড বিলি বন্ধ করে দিয়েছিল পুরসভা। এ বার নতুন করে ফর্ম পূরণ করে ডিজিট্যাল কার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সেই সিদ্ধান্তের কথা খাদ্যমন্ত্রীর কাছে জানিয়েও দিয়েছেন পুরপ্রধান।
গোড়ায় ২৮ জানুয়ারি থেকে রাজ্যে ডিজিট্যাল রেশন ব্যবস্থা চালু হবে বলে জানানো হয়েছিল। পরে সেই সময় বাড়িয়ে ৭ ফেব্রুয়ারি করা হয়। এরপরেও সমস্যা হতে পারে ভেবে আগামী ১ মার্চ থেকে ডিটিট্যাল রেশন ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। এই সময়সীমা আরও বাড়ানোর জন্য খাদ্যমন্ত্রীর কাছে আবেদন জানান পুরপ্রধান। প্রদীপবাবু বলেন, “আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি-বাড়ি সমীক্ষা করে থ্রি-ইউ ফর্ম পূরণ করে ফেলা হবে। শহরের মানুষ যাতে রেশন পরিষেবা থেকে বঞ্চিত না হয় সে জন্য খাদ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। উনি নিশ্চয় বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলেছেন। আশা করছি শহরের কোনও মানুষ বঞ্চিত হবেন না।”