ডেঙ্গির কবলে মেডিক্যালের নার্সও

ছড়াচ্ছে ডেঙ্গি। নতুন করে পশ্চিম মেদিনীপুরের তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এর মধ্যে মেদিনীপুর মেডিক্যালের এক নার্সও রয়েছেন। তিনি মেদিনীপুর শহরের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০০:৫৯
Share:

ছড়াচ্ছে ডেঙ্গি। নতুন করে পশ্চিম মেদিনীপুরের তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এর মধ্যে মেদিনীপুর মেডিক্যালের এক নার্সও রয়েছেন। তিনি মেদিনীপুর শহরের বাসিন্দা। এতে শোরগোল পড়েছে। জেলার এক স্বাস্থ্য কর্তার কথায়, “যিনি স্বাস্থ্য পরিষেবা দেন, তিনি আক্রান্ত হলে উদ্বেগ তো ছড়াবেই।”

Advertisement

জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যালের ওই নার্স দিন কয়েক ধরে জ্বরে ভুগছিলেন। পরে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গি ধরা পড়ে। শুক্রবার ওই নার্সকে দেখতে মেদিনীপুর মেডিক্যালে যান জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান। তিনি শুধু বলেন, “মেডিক্যালে গিয়েছিলাম। উনি এখন আগের থেকে সুস্থ আছেন।” আর নতুন তিন ডেঙ্গি আক্রান্ত নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার বক্তব্য, “তিনজনের ক্ষেত্রে প্লেটলেট নেমে গিয়েছে। সকলেই চিকিৎসাধীন। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।”

এই নিয়ে পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭। সম্প্রতি মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছিলেন গড়বেতা-৩ ব্লকের নবকোলার ১১ জন। পরে আরও ৩ জন আক্রান্তের খোঁজ মেলে। নবকোলার দুই বালিকা ইতিমধ্যে ডেঙ্গিতে মারাও গিয়েছে। ক্রমে জেলার অন্য এলাকা থেকেও ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলতে শুরু করে। ডেঙ্গির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এর মধ্যে মেদিনীপুর মহকুমার বাসিন্দা ২৪ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement