Amphan

রাতারাতি বকেয়া বরাদ্দ, আমপানে বিক্ষোভও

জেলার এক কৃষি আধিকারিক বলেন, ‘‘আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে ওই সংখ্যক কৃষক ক্ষতিপূরণ পেয়ে যাবেন।’’

Advertisement

  নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০০:৫৮
Share:

প্রতীকী ছবি।

আমপানে ক্ষতিগ্রস্তদের অনেকে এখনও ক্ষতিপূরণ পাননি। এরই মধ্যে আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই রাতারাতি আমপানের ক্ষতিপূরণ বাবদ বকেয়া ২৪ কোটি ৭৪ লক্ষ টাকা বরাদ্দ হল এই জেলার জন্য। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী জেলায় আসার আগেই, রবিবার সেই টাকা বরাদ্দ হয়েছে। অর্থ দফতর অনুমতি দিয়েছে। সোমবারই ৯৪ হাজার কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আরও ২০ হাজার ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ পাওয়া এখনও বাকি। জেলার এক কৃষি আধিকারিক বলেন, ‘‘আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে ওই সংখ্যক কৃষক ক্ষতিপূরণ পেয়ে যাবেন।’’

Advertisement

জেলার কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি বলেন, ‘‘কিছু সংখ্যক চাষি এখনও ক্ষতিপূরণ পাননি। আমপানে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সাহায্য দিতে আরও অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার।’’ বিজেপি অবশ্য এ দিন জেলার বিভিন্ন ব্লক ও পুর এলাকায় আমপানে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখায়। বিজেপির অভিযোগ, আমপান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনও ক্ষতিপূরণ পায়নি। অথচ ক্ষতিপূরণের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি শমিত দাস বলেন, ‘‘আসলে আমপানে সীমাহীন দুর্নীতি মানুষ সহ্য করতে পারছেন না। তাই এখনও ক্ষোভ রয়েছে।’’ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির পাল্টা কটাক্ষ, ‘‘যাঁরা হাথরস-কাণ্ড করে, কৃষকদের জন্য সর্বানাশা আইন করে তাঁরাই বড়বড় কথা বলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement