নিজের শিল্পসৃষ্টির মাধ্যমে স্বাধীনতা দিবস উদ্যাপন করলেন মেদিনীপুরের মাইক্রো আর্টিস্ট বিমান আটক। —নিজস্ব চিত্র।
২৪টি দেশলাই কাঠির মাথায় গড়েছেন ৭৫ জন স্বাধীনতা সংগ্রামীদের ক্ষুদ্র প্রতিকৃতি। এ ধরনের সবক'টি দেশলাই কাঠি জুড়েই তৈরি করেছেন অশোকচক্র। নিজের শিল্পসৃষ্টির মাধ্যমে এ ভাবেই ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন করলেন মেদিনীপুরের মাইক্রো আর্টিস্ট বিমান আটক।
কী ভাবে তৈরি করলেন এই অভিনব অশোকচক্র? দাসপুর নাড়াজোলের বাসিন্দা বিমান জানিয়েছেন, প্রথমে ২৪টি দেশলাই কাঠি কেটে তা দিয়ে অশোকচক্র বানিয়ে নেন। এর পর রং, তুলি ও আঠা দিয়ে ওই অশোকচক্রের চারপাশে ৭৫ জন স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।
বিমান বলেন, “৬ দিন ধরে ৫.৪ সেন্টিমিটারের ওই অশোকচক্রটি তৈরি করতে সময় লেগেছে ২১ ঘণ্টা। লেন্সের সাহায্যে প্রতিটি প্রতিকৃতি বানাতে হয়েছে। তবে লেন্স ছাড়া খালি চোখেও তা দেখা সম্ভব।”
৬ দিন ধরে এই অশোকচক্রটি তৈরি করতে বিমানের সময় লেগেছে ২১ ঘণ্টা। —নিজস্ব চিত্র।
বছর চারেক ধরে মাইক্রো আর্টে মন দিয়েছেন বিমান। এখন পর্যন্ত একশোরও বেশি শিল্পসৃষ্টির কারিগর বিমান একাধিক স্বীকৃতিও পেয়েছেন। শুধুমাত্র স্বাধীনতা দিবসেই নয়, মনীষীদের জন্ম বা প্রয়াণ দিবসেও কিছু না কিছু গড়ে শ্রদ্ধা জানান তিনি। কখনও ইটের টুকরোর উপর রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও বা লেট কেটে ক্ষুদিরাম বসু আবার ওষুধের ক্যাপসুলে হাসপাতাল-অ্যাম্বুল্যান্স তৈরি করে চিকিৎসক দিবসও উদ্যাপন করেছেন।
ছোট থেকেই আঁকায় পটু বিমান পাঁশকুড়া কলেজের বিপিএড-এর ছাত্র ছিলেন। তবে শিল্পকলার নেশাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। দাসপুরের নাড়াজোলে ৪০০-র বেশি ছাত্রছাত্রীকে মাইক্রো আর্টের তালিম দেন তিনি। বিমানের কথায়, “দেশলাইয়ের একটি কাঠি অনেক কিছুই ধ্বংস করে দিতে পারে। ৭৫তম স্বাধীনতা দিবসে প্রার্থনা, সকলে যে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।”