প্রসূতি বিভাগে ফল বিতরণ। নিজস্ব চিত্র।
পুজোর অঙ্গ হিসেবে প্রসূতিদের ফল বিতরণ। জগদ্ধাত্রী পুজোয় এ ভাবেই নজর কাড়ল মেদিনীপুর শহরের বিদ্রোহী গোষ্ঠী ক্লাব। সোমবার মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিল্ডিংয়ের প্রসূতিদের হাতে তুলে দেওয়া হয় ফল। এর আগে রবিবার ক্লাবের উদ্যোগে দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য নির্মাল্য চক্রবর্তী।
জগদ্ধাত্রী পুজোর আনন্দ থেকে কেউ যাতে বাদ না যান তার জন্য ফি বছরই এমন নানা উদ্যোগ নেয় এই ক্লাব। ক্লাবের পক্ষে জানানো হয়েছে, রবিবার ৫৫ জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়। আর সোমবার প্রসূতি বিভাগে ভর্তি ১৩৫ জন মহিলার হাতে তুলে দেওয়া হল ফল ও উপহার।
ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে যে যে ভাবে সম্ভব তাঁরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। নির্মাল্য চক্রবর্তী বলেন, “আমরা পুজো করার পাশাপাশি সব সময় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যেই ফল ও কম্বল বিতরণের মতো উদ্যোগ নেওয়া হয়।।”