প্রতীকী ছবি।
অসুস্থ হাতির জন্য মেডিক্যাল বোর্ড বসাচ্ছে বনদফতর। বনদফতরের গোয়ালতোড় রেঞ্জের ছোট ধরমপুর মৌজার জঙ্গলে কয়েকদিন আগেই ঘাঁটি গেড়েছে একটি দাঁতাল। হাতিটির পায়ে ক্ষত থাকায় ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে সে। হাতিটিকে সুস্থ করে তুলতে তৎপরতা শুরু করেছে বনদফতরের গোয়ালতোড় রেঞ্জ। ইতিমধ্যেই নিয়ম মেনে বনদফতর থেকে চিঠিচাপাটি শুরু হয়েছে। ছাড়পত্র মিললেই মেডিক্যাল বোর্ডের তত্বাবধানে দ্রুত অসুস্থ হাতির চিকিৎসা শুরু হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।
বছর দু’য়েক আগে এই গোয়ালতোড়েই বাঁকিশোল মৌজার জঙ্গলে একটি হাতি অসুস্থ হয়ে পড়লে বনদফতর থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। যদিও কয়েকদিন পরে সেই অসুস্থ হাতিটির মৃত্যু হয়। সেই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সে জন্য আগেভাগেই সতর্ক বনদফতর। কয়েকদিন আগে লালগড়ের জঙ্গল থেকে গোয়ালতোড়ের ছোট ধরমপুর জঙ্গলে ঘাঁটি গেড়েছে পূর্ণবয়স্ক পুরুষ হাতিটি। বনদফতরের কর্মীরা নজরদারি চালাতে গিয়ে দেখেন হাতিটির পায়ে দু’তিন জায়গায় ক্ষতের চিহ্ন। স্বচ্ছন্দে হাঁটাচলাও করতে পারছে না। এই অবস্থায় দাঁতালটির চিকিৎসার জন্য তৎপর হন বনদফতরের গোয়ালতোড় রেঞ্জের বনকর্মীরা।
নিয়মানুযায়ী অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের অনুমোদন লাগে। সেই অনুমোদনের জন্য বনদফতর থেকে কলকাতার বিকাশভবনে প্রিন্সিপাল চিফ কনজারভেটিভ অব ফরেষ্টের কাছে চিকিৎসার বন্দোবস্ত করার ছাড়পত্র পেতে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই ছাড়পত্র পেলে রাজ্যের ডেপুটি ডিরেক্টর অব ভেটেরিনারির কাছে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য আবেদন করা হবে। সবুজ সঙ্কেত পেলেই গোয়ালতোড়ের অসুস্থ দাঁতালটির চিকিৎসা শুরু হবে বলে বনদফতরসূত্রে জানা গিয়েছে। ওই সূত্রে জানা গিয়েছে, এই চিঠিচাপাটির পরে কয়েকদিনের মধ্যেই ছাড়পত্র চলে আসবে ধরে নিয়েই বনকর্মীরা অসুস্থ হাতির চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করে রাখছেন। বনদফতরের রূপনারায়ণ বিভাগের একজন পদস্থ অফিসার বলেন, ‘‘গোয়ালতোড়ে অসুস্থ হাতিটির জন্য আমরা কমপক্ষে তিনজন চিকিৎসককে রেখে মেডিক্যাল বোর্ড বসাচ্ছি। বছর দু’য়েক আগে বহু চেষ্টা করেও অসুস্থ হাতিটিকে বাঁচাতে পারিনি, এ বার এই হাতিটিকে আমরা সুস্থ করে তুলবই।’’ সেই মতো অসুস্থ হাতিটির গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছেন বনকর্মীরা। বনদফতরের রূপনারায়ণ বিভাগের বনাধিকারিক অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি, অসুস্থ হলে তো চিকিৎসার ব্যবস্থা করা হবেই।’’