Crime

স্ত্রীকে খুন করে আত্মঘাতী

বাড়ির ভিতর থেকে গলায় দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ভরত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ০৩:৪৮
Share:

প্রতীকী ছবি।

স্ত্রীকে কুড়ুল দিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। সোমবার দুপুরে খড়্গপুর গ্রামীণের কৃষ্ণনগরে এক দম্পতির দেহ উদ্ধারের পরে এমনটাই মনে করছে পুলিশ। এ দিন পুলিশ ঝর্না দে (৪৫) ও তাঁর স্বামী ভরত দে (৫০)-এর দেহ উদ্ধার করে। মৃত এই দম্পতির বাড়ি ওই গ্রামেই। ঝর্নার গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। বাড়ির ভিতর থেকে গলায় দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ভরত।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভরত মানসিক অসুস্থ ছিলেন। স্থানীয়েরা জানান, ইদানীং ঝর্নাকে খুন করার হুমকি দিচ্ছিলেন তিনি। এ দিন দুপুরে রান্নাঘরে কাজ করছিলেন ঝর্না। সেই সময়েই পিছন থেকে কুড়ুল নিয়ে এসে হঠাৎ ঝর্নার ওপর চড়াও হন ভরত। রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন ঝর্না। ঘটনাটি গ্রামবাসীদের জানান। তার পরেই বাড়ির বাইরেই ঝর্নার মৃত্যু হয়। পুলিশের দাবি, স্ত্রীকে খুনের পরে অপরাধবোধ থেকে ভরত আত্মঘাতী হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement