Crime

পারিবারিক অশান্তির জেরে মা, বৌমাকে তির ছুড়ে হামলা, আহত ২ জন ভর্তি হাসপাতালে

প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছে, ২ জনেরই আঘাত গুরুতর। প্রয়োজনে ২ জনকে কলকাতায় পাঠাতে হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৪:৩৯
Share:

নিজস্ব চিত্র

পারিবারিক বিবাদের জেরে বৌমা এবং মা-কে তির মারার অভিযোগে আটক এক যুবক। শালবনি থানার মেমুল গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তিরবিদ্ধ অবস্থায় লক্ষ্মীরানি মুর্মু (৫০) ও সোনালি মুর্মু (১৯)-কে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তির ছুড়ে হামলার ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত রাম মুর্মুকে।

Advertisement

প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়িতে অভিযুক্তের মা এবং বৌমা ছিলেন। সেই সময় পারিবারিক বিবাদ শুরু হয়। তির-ধনুক নিয়ে ভয় দেখাতে থাকে রাম। তার পরেই আক্রমণ করে বসে। অভিযুক্তের বৌমার পেটে এবং মায়ের পিঠে তির লেগেছে বলে জানা গিয়েছে। আহত হওয়ার পর প্রথমে তাঁদের শালবনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন, ২ জনেরই আঘাত গুরুতর। প্রয়োজনে ২ জনকে কলকাতায় পাঠাতে হতে পারে। এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা না হলেও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement