মকর সংক্রান্তিতে স্নান। নিজস্ব চিত্র।
মকর সংক্রান্তিতে স্নানে মেতেছেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ। গঙ্গা সাগরে যেতে না পারলেও কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা,
মকর সংক্রান্তি উপলক্ষে মেদিনীপুর শহরের গাঁধী ঘাটে বসেছে অঘোষিত মেলা। রাত থেকে জায়গা দখল করেছেন ভিক্ষাজীবীরা। স্নান সেরে দুঃস্থদের খাবার, জামাকাপড়, অর্থ দিয়ে থাকেন পুণ্যার্থীরা। সংক্রান্তিতে জঙ্গলমহলের মানুষজন মেতেছেন টুসু পরবে। নদীতে স্নানের পর নতুন কাপড় পরে পিঠে খাওয়ার রেওয়াজ রয়েছে। সেই রীতি মেনে দিনটি পালন করেন অনেকে। অনেকের বাড়িতে মাংসের পিঠেও হয়।