সংক্রান্তিতে স্নান ও উৎসবে মাতলেন জঙ্গলমহলবাসী

মকর সংক্রান্তিতে স্নানে মেতেছেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা      

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৭:৪৪
Share:

মকর সংক্রান্তিতে স্নান। নিজস্ব চিত্র।

মকর সংক্রান্তিতে স্নানে মেতেছেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ। গঙ্গা সাগরে যেতে না পারলেও কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা, ঝুমি, ডুলুং নদীতে স্নান সেরেছেন মানুষজন। সকাল থেকেই নদীর ঘাটগুলোতে ছিল ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে চলছে পুলিশের নজরদারি। নদীতে ঘুরছেন বিপর্যয় মোকবিলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া মোতায়েন রয়েছে ডুবুরিও।

Advertisement

মকর সংক্রান্তি উপলক্ষে মেদিনীপুর শহরের গাঁধী ঘাটে বসেছে অঘোষিত মেলা। রাত থেকে জায়গা দখল করেছেন ভিক্ষাজীবীরা। স্নান সেরে দুঃস্থদের খাবার, জামাকাপড়, অর্থ দিয়ে থাকেন পুণ্যার্থীরা। সংক্রান্তিতে জঙ্গলমহলের মানুষজন মেতেছেন টুসু পরবে। নদীতে স্নানের পর নতুন কাপড় পরে পিঠে খাওয়ার রেওয়াজ রয়েছে। সেই রীতি মেনে দিনটি পালন করেন অনেকে। অনেকের বাড়িতে মাংসের পিঠেও হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement