সুমন হাজরা। নিজস্ব চিত্র।
ঘরেতে অভাব। তাই বাবার সঙ্গে মাঠে কাজ করতে যেতে হয় ছেলেটিকে। সে সব অবশ্য পড়ার পথে বাধা হয়নি। কেশপুর ব্লকের বড়বরজ গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র সুমন হাজরা মাধ্যমিকে কৃতিত্বের পরিচয় রেখেছে।
তেঘোরি হাইস্কুলের এই ছাত্র বাংলা ছাড়া প্রতিটি বিষয়ে ৮০-এর বেশি পেয়েছে। পদার্থবিদ্যায় তো একশোয় একশো। জীবন বিজ্ঞানে ৯৯,অঙ্কে ৯৮। মোট নম্বর ৬২৩। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সুমন। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা অভাব। আনন্দপুর হাইস্কুলে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে বটে। তবে শেষ পর্যন্ত পড়ার খরচ টানা যাবে কিনা, সেই সংশয় কাটেনি। সুমনের কথায়, ‘‘আমরা দুই ভাই। জমি রয়েছে মাত্র দেড় বিঘে। বাবাকে তাই অন্যের জমিতে ভাগচাষ করতে হয়। আমরাও সাহায্য করি। জানি না, শেষ পর্যন্ত অর্থ সঙ্কটে আদৌ পড়া চালিয়ে যেত পারব কিনা।’’
মেধাবী এই ছাত্রের পাশে আগাগোড়া ছিলেন স্কুলের শিক্ষকেরা। তাঁদের আশা, সঙ্কট কাটিয়ে আগামীতেও জয়ী হবে সুমন।