প্রতীকী ছবি।
ভোটার হতে চেয়ে বিপুল আর্জি এসেছে পশ্চিম মেদিনীপুরে। প্রশাসনের এক সূত্রে খবর, ইতিমধ্যে প্রায় এক লক্ষ আর্জি এসেছে। আরও কয়েক হাজার আর্জি আসার সম্ভাবনা রয়েছে।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। জানুয়ারিতে নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। ২০২১ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁরাই এখন ভোটার তালিকায় নাম তোলার আর্জি জানাতে পারছেন। নতুন প্রকাশিত ভোটার তালিকার উপর ভিত্তি করেই ২০২১ সালের বিধানসভা ভোট হবে।
ভোটার তালিকা সংশোধন-পর্ব শুরু হয়েছে গত ১৮ নভেম্বর থেকে। চলেছে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। প্রশাসনের এক সূত্রে খবর, শুক্রবার (১১ ডিসেম্বর) পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে ভোটার তালিকায় নাম তোলার আবেদন এসেছে ৯৮,২৯৬টি। বেশিরভাগ আবেদনই এসেছে অফলাইনে। অর্থাৎ, সরাসরি বুথে গিয়ে আবেদন জানিয়েছেন ‘হবু’ ভোটারেরা। জানা গিয়েছে, ওই সংখ্যক আবেদনের মধ্যে অনলাইনে আবেদন এসেছে ৮,৫০৭টি। অফলাইনে আবেদন এসেছে ৮৯,৭৮৯টি। বাড়ি বাড়ি গিয়ে আবেদন খতিয়ে দেখার কাজ শুরুও হয়েছে। শুক্রবার পর্যন্ত ১৬,৫৮৫টি আবেদনের ক্ষেত্রে ‘ফিল্ড ভেরিফিকেশন’ হয়েছে। অর্থাৎ, ২১ শতাংশের ‘ফিল্ড ভেরিফিকেশন’ হয়েছে। জেলায় ১৫টি বিধানসভা কেন্দ্র রয়েছে। একমাত্র কেশপুর বাদে বাকি ১৪টি কেন্দ্রতেই ৫ হাজারের বেশি আবেদন এসেছে। কেশপুরে আবেদন এসেছে ৪,৭৯৫টি। দাসপুর, চন্দ্রকোনা, সবং প্রভৃতি কেন্দ্রে তুলনায় বেশি আবেদন এসেছে।
গত ১৮ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে এখন ভোটার সংখ্যা ৩৭,৫৫,৭২৯। এর মধ্যে পুরুষ ১৯,০৫,৫৩৬, মহিলা ১৮,৫০,১৫৭ এবং অনান্য ৩৬। জেলায় প্রতি ১,০০০ জন পুরুষ ভোটার পিছু মহিলা ভোটার রয়েছেন ৯৭০ জন। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। বুথে গিয়ে সরেজমিনে সেই কাজ খতিয়েও দেখা হচ্ছে। সম্প্রতি মেদিনীপুরের একাধিক বুথে গিয়েছিলেন মেদিনীপুরের ডিভিশনাল কমিশনার এ সুব্বাইয়া। ডিভিশনাল কমিশনারদেরই ভোটার তালিকার পর্যবেক্ষক করা হয়েছে। পোশাকি নাম ‘রোল অবজার্ভার’। সংশোধনের কাজ খতিয়ে দেখতে জেলাস্তরে একাধিকবার বৈঠকও হয়েছে। বৈঠকে ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার, জেলা নির্বাচন দফতরের আধিকারিক উৎপল ঘোষ প্রমুখ। প্রশাসনের এক সূত্রে খবর, ২০২১ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁদের বয়স ১৮ বছর হবে, প্রাথমিকভাবে তাঁদের নামের একটি তালিকা আগে থেকেই প্রস্তুত করা ছিল। তাঁরাই এখন ভোটার তালিকায় নাম তোলার আর্জি জানাতে পারছেন। তবে নাম তোলার আবেদন এসেছে তারও বেশি। বছর ঘুরলে ভোট রয়েছে বলেই এ বার আবেদনের বহর বেশি বলে মনে করছে বিভিন্ন মহল। তবে জেলা প্রশাসনের আশ্বাস, ত্রুটিমুক্ত ভোটার তালিকাই তৈরি হবে।