গাড়ি ছেড়ে ভোটের আগে সাইকেলে উজ্জ্বল নেতা

উজ্জ্বলের আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি।

Advertisement

কিংশুক গুপ্ত

নয়াগ্রাম শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০০:৫৭
Share:

সাইকেলে উজ্জ্বল। —নিজস্ব চিত্র।

নেতা আসছেন। নেতা আসছেন। চাকা ঘুরছে। চাকা ঘুরছে।

Advertisement

শীতাতপ নিয়ন্ত্রিত চার চাকায় অভ্যস্ত নেতা ভোটের মুখে সওয়ার হয়েছেন দু’চাকায়। মোটরবাইকেও নয়। সাইকেলে। নেতার নাম উজ্জ্বল দত্ত। জেলা তৃণমূলের আহ্বায়ক তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। স্থানীয়েরা জানিয়েছেন, উজ্জ্বলকে দামি গাড়িতে চেপে এলাকায় দেখতে তাঁরা অভ্যস্ত। সঙ্গে নিরাপত্তারক্ষী। সেই উজ্জ্বলকে এখন দেখা যাচ্ছে ভিন্ন রূপে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে সাইকেলে চষে ফেলছেন এক একেকটা এলাকা। প্রার্থী নেই তো কী হয়েছে! কুছ পরোয়া নেই। উজ্জ্বল সাইকেল করে জনসংযোগ চালাচ্ছেন।

উজ্জ্বলের আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি। এ বার লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে তৃণমূলকে সমান-সমান টক্কর দিতে তৈরি বিজেপি। গত বছর পঞ্চায়েত ভোটে নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর-১ পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল করে নিয়েছে বিজেপি। নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি ক্ষমতাও এখন বিজেপি-র দখলে। পরিসংখ্যান বলছে, গত বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য হারে বিজেপি-র ভোট ব্যাঙ্ক বেড়েছে। ধস নেমেছে শাসকের ভোটে। তাই ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে সাইকেল নিয়ে পথে নেমেছেন নেতা-কর্মীরা। উজ্জ্বলের নেতৃত্বে দলীয় কর্মীরা সকাল হলেই সাইকেলে দলীয় পতাকা বেঁধে গড়ে আট-দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রামে-গ্রামে যাচ্ছেন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কেন গাড়ি ছেড়ে সাইকেলে? না।’’ উজ্জ্বল বলছেন, ‘‘জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। দিদির সৈনিক হিসাবে মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে সাইকেলে ঘুরে প্রচার করছি।’’ উজ্জ্বলের সাইকেল প্রচার নিয়ে বিজেপি-র জেলা সভাপতি সুখময় শতপথীর কটাক্ষ, ‘‘ভোট আসায় তৃণমূলের নেতাদের এই সাময়িক ভোল-বদল হয়েছে। মানুষ অবশ্য এসবে আর ভুলবেন না।’’

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি পদে ছিলেন উজ্জ্বল। গত পঞ্চায়েত ভোটে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির ক্ষমতা তৃণমূল ফের দখল করেছে। তবে বিরোধী আসনে খাতা খুলেছে বিজেপি। তৃণমূলের সঞ্চিতা ঘোষ হয়েছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী। দলে উজ্জ্বলের গুরুত্ব বেড়ে তিনি এখন জেলাস্তরের নেতা। তবে উজ্জ্বল এখন পড়ে রয়েছেন নিজের খাসতালুক নয়াগ্রামে।

মেঠো পথের দু’ধারে ক্ষোভ জমে নেই তো! বুঝতে চাইছেন সাইকেল সওয়ারি। কখনও উজ্জ্বল হচ্ছে মুখ। কখনও...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement