১৮ বছর পরেও সন্ত্রস্ত সেই বক্তার

২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়ায় এই বক্তার মণ্ডলের বাড়িতেই অগ্নিসংযোগ ও বিস্ফোরণ হয়। পাঁচজনকে গুমখুনের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে।

Advertisement

বরুণ দে

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ১১:২০
Share:

বক্তারের কাছে পুলিশ-প্রশাসনের দল।

তিনি বলছেন, কোনও ভয় নেই। এখন সব ঠিক আছে। তবে ১৮ বছর পরেও পুলিশের খাতায় ‘সন্ত্রস্ত ভোটার’ ছোট আঙারিয়ার বক্তার মণ্ডল।

Advertisement

রবিবার বক্তার বলেন, ‘‘পুলিশ- প্রশাসনের একটি দল ছোট আঙারিয়ায় এসেছিল। গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলেছে। আমার সঙ্গেও কথা বলেছে।’’ দলটি ঠিক কী জানতে চেয়েছিল? বক্তার বলেন, ‘‘এলাকার পরিস্থিতি কেমন জানতে চেয়েছিল। ভয়ভীতির পরিবেশ আছে কি না জানতে চেয়েছিল।’’ কী জানালেন? বক্তার বলেন, ‘‘আমি জানিয়েছি, এখন এখানে সব ঠিক আছে। কোনও সমস্যা নেই।’’ তাঁর সংযোজন, ‘‘আগে এখানে সন্ত্রাস হয়েছে। এখন ছোট আঙারিয়ায় শান্তি আছে। কেউ ভয়ভীতিতে নেই।’’ পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া মানছেন, ‘‘সন্ত্রস্ত ভোটারদের সঙ্গে কথা বলা হচ্ছে।’’ কোথায় কত সন্ত্রস্ত ভোটার রয়েছে‌ন, তাঁদের নাম, কেন তাঁরা সন্ত্রস্ত, সেই ব্যাপারে কিছু বলতে চায়নি পুলিশ।

২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়ায় এই বক্তার মণ্ডলের বাড়িতেই অগ্নিসংযোগ ও বিস্ফোরণ হয়। পাঁচজনকে গুমখুনের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বক্তার নিজে। পরে আরও ৬ জনের বিরুদ্ধে সিবিআই আদালতে চার্জশিট দেয়। এই মামলাতেই অভিযুক্ত ছিলেন সিপিএমের তপন ঘোষ, সুকুর আলি। বাম-আমলে আদালতে ‘বিরূপ সাক্ষী’ হয়েছিলেন বক্তার ও পরিবারের কয়েকজন। এর ফলেই বেকসুর হয়ে যান তপন, সুকুররা। রাজ্যে পালাবদলের পরে অবশ্য নতুন করে এক অভিযুক্ত ধরা পড়ে। ফের তদন্ত শুরু হয় ছোট আঙারিয়া মামলার। তখন বিচারকের সামনে দাঁড়িয়ে বক্তার জানান, তাঁর চোখের সামনেই পাঁচজনকে খুন করা হয়েছিল। আগে ভয়ে তিনি সে কথা বলতে পারেননি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পুলিশের এক সূত্রে খবর, গড়বেতায় ১০০- রও বেশি সন্ত্রস্ত ভোটার (ভালনারেবল ভোটার) রয়েছে। এক সূত্রের দাবি, সংখ্যাটা ১২০ কাছাকাছি। এরমধ্যে বক্তার একজন। পুলিশের এক সূত্র জানাচ্ছে, কয়েকটি দিক নজরে রেখে সন্ত্রস্ত ভোটারের তালিকা তৈরি হয়। অনেকে নিজেদের অসুবিধের কথা জানান না। পুরনো রাজনৈতিক ইতিহাস এবং স্থানীয় বিভিন্ন সূত্রে খবর নিয়ে ভীত- সন্ত্রস্ত ভোটারদের চিহ্ণিত করা হয়। পুরনো রাজনৈতিক ইতিহাস ঘাঁটতে গিয়েই বক্তারের নাম এই তালিকায় এসেছে। যদিও ২০০১ সালের পর থেকে সব ভোটই দিয়েছেন বক্তার।

সন্ত্রস্ত ভোটারের নামের তালিকা ধরে ব্লকে পরিদর্শন শুরু হয়েছে। সন্ত্রস্ত ভোটারদের কাছে পৌঁছচ্ছেন পুলিশ- প্রশাসনের আধিকারিকেরা। সেই সূত্রেই দিন কয়েক আগে ছোট আঙারিয়ায় গিয়েছিল পুলিশ- প্রশাসনের একটি দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement