তৃণমূলের অঞ্চল সভাপতির পদত্যাগ 

সূত্রের খবর, গোকুলনগর অঞ্চল সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অশোক করণ। বৃহস্পতিবার সহ-সভাপতি অশোক দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। শনিবার বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নন্দীগ্রাম শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৬:২৬
Share:

প্রতীকী ছবি।

পদত্যাগ করলেন তৃণমূল অঞ্চল সভাপতি। ফের টানাপড়েন নন্দীগ্রামের রাজনৈতিক মহলে।

Advertisement

সূত্রের খবর, গোকুলনগর অঞ্চল সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অশোক করণ। বৃহস্পতিবার সহ-সভাপতি অশোক দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। শনিবার বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁর। তবে এই নিয়ে বিজেপির অন্দরমহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, অশোক করণের মতো দুর্নীতিগ্রস্ত নেতার সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে তাদের বিবেকে লাগবে। তা ছাড়া এই সব নেতাদের বিজেপিতে নিলে মানুষের কাছে মুখ দেখানোর জায়গা থাকবে না। এতদিন যাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেতারা, এখন সেই সব তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেওয়ায় ধন্দে পড়েছেন নন্দীগ্রামে বিজেপি স্থানীয় নেতৃত্ব। যদিও অশোকের দাবি, ‘‘বিজেপিতে যোগ দিয়ে স্বচ্ছভাবে কাজ করতে চাই। শুভেন্দু অধিকারী যখন এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তখন তাঁর পাশে থেকে আমরাও বিজেপির হয়ে কাজ করতে পারব বলে মনে করছি। নন্দীগ্রামে উন্নয়ন হয়েছে। আরও উন্নয়ন করতে গেলে কেন্দ্রের সহযোগিতা প্রয়োজন। শুভেন্দুবাবু যদি মুকুল রায়, দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারেন তাহলে আমিও স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে কাজ করতে পারবো।’’

অশোকের পদত্যাগ নিয়ে নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ রঞ্জন দাস বলেন, ‘‘এরা সুবিধাবাদী লোক। একজন চলে গেলে তৃণমূলের কিছু ক্ষতি হবে না। বরং দুর্নীতিগ্রস্ত বলে পরিচিত নেতারা যত দূরে যাবে ততই তৃণমূলের দলবদল মঙ্গল হবে।’’

Advertisement

ভগবানপুর: তৃণমূলের পঞ্চায়েত সমিতির সংখ্যালঘু সদস্য বিজেপিতে যোগদান করলেন। ভগবানপুর-১ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য শেখ হারুণ রশিদ ভগবানপুর প্রাক্তন যুব সভাপতি ছিলেন। তাঁর স্ত্রী বেঁউদিয়া পঞ্চায়েত তৃণমূলের সদস্য ছিলেন। শুক্রবার দু'জনে কলকাতার বিজেপি’র রাজ্য পার্টি অফিসে গিয়ে বিজেপিতে যোগদান করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement