Mrigen Maity

মেদিনীপুরের তৃণমূল বিধায়ককে শেষশ্রদ্ধা জ্ঞাপন সিপিএম কংগ্রেস বিজেপির

ফেডারেশন হলে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির জেলা সভাপতি শমিত দাস, জেলার নেতা অরূপ দাস, শুভজিৎ দাস, শঙ্কর গুছাইত। কংগ্রেসের তরফে শ্রদ্ধা জানান কুণাল বন্দ্যোপাধ্য়ায়। সিপিএমের তরফে মালা দেন বিজয় পাল।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১৭:১১
Share:

শেষযাত্রায় মৃগেন মাইতি। নিজস্ব চিত্র।

প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতিকে শেষশ্রদ্ধা জানালেন শহরের সিপিএম কংগ্রেস বিজেপির নেতারা। মঙ্গলবার সকালে সিপাইবাজারের বাড়ি থেকে মরদেহ নিয়ে শেষযাত্রা শুরু হয়। মেদিনীপুর ফেডারেশন হলে বিরোধী দলের নেতারা মরদেহে পুস্প অর্পণ করেন। শেষযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত।

Advertisement

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন মৃগেন মাইতির শেষকৃত্যের বিষয়ে। সেই মতো মঙ্গলবার মৃগেন মাইতির দেহ বাড়ি থেকে মিছিল করে মেদিনীপুর ফেডারেশন হলে নিয়ে যাওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন (ইউনিফায়েড)-এর রাজ্য সাধারণ সম্পাদক পদেও ছিলেন মৃগেন মাইতি।

ফেডারেশন হলে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির জেলা সভাপতি শমিত দাস, জেলার নেতা অরূপ দাস, শুভজিৎ দাস, শঙ্কর গুছাইত। কংগ্রেসের তরফে শ্রদ্ধা জানান কুণাল বন্দ্যোপাধ্য়ায়। সিপিএমের তরফে মালা দেন বিজয় পাল। অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সাধারণ মানুষও শ্রদ্ধা জানান।

Advertisement

ছত্রধর শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেষযাত্রাতেও অংশ নেন। ফেডারেশন হল থেকে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদে অফিসে নিয়ে যাওয়া হয় মরদেহ। পরে মেদিনীপুরে পদ্মাবতী শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement