Modified Bike

মডিফায়েড বাইকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ পুলিশের

লালবাজার জানিয়েছে, বেপরোয়া মোটরবাইক আটকানোর জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং সতর্কতা অবলম্বন করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৯:২৯
Share:

বিকট আওয়াজ করা মোটরবাইকের বিরুদ্ধে ব্যবস্থা। —প্রতীকী চিত্র।

‘মডিফায়েড’ মোটরবাইকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ট্র্যাফিক গার্ডগুলিকে নির্দেশ দিল লালবাজার। সূত্রের খবর, সাইলেন্সারের বিকৃতি ঘটিয়ে বিকট আওয়াজ করা মোটরবাইকের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই নির্দেশে। পাশাপাশি,
দল বেঁধে বেপরোয়া গতিতে মোটরবাইক নিয়ে চালালেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজার জানিয়েছে, বেপরোয়া মোটরবাইক আটকানোর জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। সে জন্য বেপরোয়া মোটরবাইকের নম্বর টুকে নিয়ে বা ভিডিয়ো করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের পরে কোনও উড়ালপুলে মোটরবাইক যাতে না ওঠে তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, পুলিশের স্টিকার সাঁটা গাড়ি বা মোটরবাইকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। কারণ, অনেকেই পুলিশের স্টিকার লিখে ট্র্যাফিক আইন অমান্য করে পার পেয়ে যাচ্ছেন। তা যাতে না হয়, সে জন্য পুলিশের স্টিকার লাগানো গাড়ি বা মোটরবাইক তল্লাশি করে দেখতে বলা হয়েছে, তা পুলিশের গাড়ি কিনা। সঙ্গে লাল ও নীল বাতি লাগানো গাড়ির নথিও দেখতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement