মাটি খুঁড়ে বের করা হচ্ছে মাইন। —নিজস্ব চিত্র।
সদর ব্লকের চাঁদাবিলার জঙ্গল থেকে ল্যান্ডমাইন উদ্ধার হল বৃহস্পতিবার। এ দিন সকালে জঙ্গলে রাস্তার পাশে মাটি খুঁড়ে একটি টিফিন কৌটো উদ্ধার হয়। ওই কৌটোয় বিস্ফোরক ভর্তি ছিল। মাইনটি বছর ছয়-সাতেকের পুরনো বলে দাবি পুলিশের। জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “চাঁদাবিলা থেকে একটি ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে। সিআরপি জানিয়েছে, মাইনটি পুরনো।”
বুধবারই শিলদা দিবসের অনুষ্ঠানে এসে আইজি (পশ্চিমাঞ্চল) রাজীবকুমার মিশ্র বলেন, ‘‘এখন জঙ্গলমহলে আর মাওবাদী নেই। যা আছে তা পাশের রাজ্যে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যাতে আর না ওরা এ দিকে এসে গোলমাল করতে পারে।’’ তার পরের দিনই জঙ্গলমহল থেকে মাইন উদ্ধার হওয়ায় জেলা পুলিশের এক কর্তা বলছেন, “এখন উদ্বেগের কিছুই নেই। মাঝেমধ্যেই পর্যালোচনা বৈঠক হয়। যে কোনও সূত্র থেকে খবর এলে সমস্ত দিক খতিয়ে দেখা হয়।”
জঙ্গলমহলে অশান্তি পর্বে এই এলাকায় মাওবাদীদের অবাধ আনাগোনা ছিল। সেই সময় থেকেই মাইনটি পোঁতা ছিল বলে পুলিশের একাংশের বক্তব্য। সিআরপি সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে এক সূত্রে খবর আসে চাঁদাবিলার জঙ্গলে রাস্তার পাশে ল্যান্ডমাইন পোঁতা রয়েছে। মাটির উপরে মাইনের তার দেখা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআরপি-র ১৮৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধীরে ধীরে মাটি খুঁড়ে দেখা যায়, একটি টিফিন কৌটো পোঁতা রয়েছে। ওই কৌটোয় বিস্ফোরক ভর্তি রয়েছে। খবর পেয়ে বম্ব স্কোয়াডের লোকেরা গিয়ে ১০ কিলোগ্রাম ওজনের মাইনটি নিষ্ক্রিয় করে। জেলা পুলিশের এক কর্তার কথায়, “মাইনটি বছর ছয়-সাতেক আগের বলেই মনে হচ্ছে। মাইনটি বেশ শক্তিশালী। সেই সময় বিস্ফোরণ হলে বড় ক্ষয়ক্ষতিই হতে পারত।”