জ্বলছে দোকান। নিজস্ব চিত্র
লকডাউনের সময় বাজারে লাগল আগুন। ভস্মীভূত হল কোলাঘাট ফুলবাজারের একটি অস্থায়ী দোকান-সহ ফুলবাজার পরিচালন সমিতির অফিস।
করোনা আতঙ্কে লকডাউনের জেরে গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে কোলাঘাট স্টেশনের-১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ফুলবাজার। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বন্ধ ফুলবাজারে একটি দোকানে আগুন লেগে যায়। বাজার বন্ধ থাকায় ওই সময় সেখানে কেউ ছিলেন না। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় একটি ফুলের সজ্জার সামগ্রীর দোকান ও কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির অফিস ঘর। বেশ কিছুক্ষণ পরে আগুনের শিখা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। পৌঁছন আরপিএফ জওয়ানেরা। খবর দেওয়া হয় তমলুক দমকলে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভস্মীভূত দোকানের মালিক রণজিৎ নায়ক বলেন, ‘‘লকডাউন চলায় দোকানে ছিলাম না। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে।’’ আগুন লাগার কারণ এখনও জানান যায়নি। তবে অনুমান, পাশে শুকনো ফুল-পাতায় আগুন দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির সদস্য নারায়ণচন্দ্র নায়কের দাবি, ‘‘ফুলবাজারের অদূরে জমে থাকা শুকনো ফুল ও পাতায় কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। সেই আগুনই ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ড ঘটেছে।’’ কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক দিলীপ প্রামাণিক বলেন, ‘‘অগ্নিকাণ্ডে আমাদের অফিস ভস্মীভূত হয়ে গিয়েছে। আশা করছি বাজার চালু হওয়ায় আগে অফিসটি নতুন ভাবে গড়ে তুলতে পারব।’’