Uttam Mukherjee

উত্তম-স্মরণে স্তব্ধ খড়ার, ঝাঁপ খুলল না দোকানের

খড়ার পুরসভার প্রশাসক রদবদলকে কেন্দ্র করে মাস খানেক ধরেই একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার কারণেই উত্তমকে সরিয়ে দেওয়া হয়েছিল পুর প্রশাসক পদ থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০২:৩১
Share:

প্রয়াত পুর-প্রশাসককে শ্রদ্ধা। খড়ারে সোমবার। নিজস্ব চিত্র

প্রাক্তন পুর-প্রশাসক উত্তম মুখোপাধ্যায়ের স্মরণে সোমবার প্রায় বন্ধ থাকল গোটা খড়ার। হাট-বাজার, দোকান-পাট তো বটেই বন্ধ থাকল পুরসভা, ক্লাব-প্রতিষ্ঠানও।

Advertisement

বীরসিংহ ভগবতী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা প্রাক্তন এই পুর প্রশাসকের মৃত্যু হয়েছিল গত ১৬ ডিসেম্বর। বুধবার তাঁর পারলৌকিক ক্রিয়াকাজ আছে। তার আগে স্থানীয় বাসিন্দারাই উদ্যোগী হয়ে একদিন খড়ারকে প্রায় পুরো বন্ধ রেখে তাঁকে স্মরণ করলেন। স্থানীয় বাসিন্দাদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলির তরফেও এ দিন খড়ারে বড় কোনও কর্মসূচি হয়নি।

খড়ার পুরসভার প্রশাসক রদবদলকে কেন্দ্র করে মাস খানেক ধরেই একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার কারণেই উত্তমকে সরিয়ে দেওয়া হয়েছিল পুর প্রশাসক পদ থেকে। তাঁর জায়গায় আনা হয়েছে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে। সেই নিয়ে হাইকোর্টে যান উত্তম। প্রতিবাদ জানায় বিরোধী দলগুলিও। তাঁর মৃত্যুর পরে দেহ খড়ার পুরসভাতেও আনা হয়েছিল। সেখানে শঙ্করও আসেন। কিন্তু তাঁকে শেষ শ্রদ্ধাও জানাতে দেওয়া হয়নি।

Advertisement

এরপরে উত্তমের স্মরণে একদিনে প্রায় পুরো খড়ার যেভাবে বন্ধ থাকল, তাতে ফের একবার তাঁর প্রভাব বোঝা গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। খড়ার পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান অরূপ রায়ও বলেন, “প্রশাসক বদল এবং স্যরের মৃত্যু খড়ারের সাধারণ মানুষ মেনে নিতে পারেনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement