মাদুর-পিংলার পট এ বার পোস্ট শপে

সবং‌য়ের মাদুর, পিংলার পটচিত্র অথবা বিষ্ণুপুরের টেরাকোটার জিনিস কিনতে চান। সে জন্য আর সবং বা পিংলায় যাওয়ার ঝক্কি পোহাতে হবে না। হাতের কাছে খড়্গপুর আইআইটি চত্বরে টেকনোলজি মুখ্য ডাকঘরের ‘শিরোমনি পোস্ট শপ’-এই মিলবে পছন্দের জিনিস।

Advertisement

সৌমেশ্বর মণ্ডল

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০০:৩৫
Share:

সেজে উঠেছে খড়্গপুরে ডাকঘরের পোস্ট শপ।— নিজস্ব চিত্র।

উত্তরবঙ্গের শিলিগুড়ি, কলকাতার জিপিও-তে এই শপ আগেই রয়েছে। দক্ষিণবঙ্গে প্রথম খড়্গপুরেই পোস্ট শপ চালু হতে চলেছে বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার পোস্ট শপের উদ্বোধন করবেন চিফ পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ।

Advertisement

শুধু শাড়ি, মাদুর বা বাঁকুড়ার ডোকরা নয়। ডাকটিকিট জমানোর অভ্যাস অনেকের রয়েছে। পোস্ট শপে গিয়ে যে কেউ নিজের ছবি-সহ ডাকটিকিট বানাতে পারবেন। এ ছাড়াও অন্য ডাকটিকিটও পাওয়া যাবে। পোস্ট শপ থেকে মিলবে ‘ইন্ডিয়ান পোস্ট’-এর লোগো দেওয়া কাপ, গ্লাসও। উপহার দেওয়ার নানা সামগ্রী, পোস্টাল কার্ড, গ্রিটিংস কার্ড, খাতা, পেন, খাম, পার্সেল প্যাকিং সামগ্রীও পাওয়া যাবে।

উদ্বোধনের আগের দিন বুধবার পোস্ট শপের কাজ দেখতে আসেন দক্ষিণবঙ্গের ডিরেক্টর অফ পোস্টাল সার্ভিস রাবিব উমরাও। ডাক বিভাগের মেদিনীপুর ডিভিশনের সিনিয়র সুপারিন্টেনডেন্ট আন্সুয়া প্রসাদ বলেন, “ডাক বিভাগের নানা সামগ্রী তো পাওয়া যাবেই। এই শপের মাধ্যমে দক্ষিণবঙ্গের নানা জেলার বিখ্যাত জিনিসপত্রও মানুষের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করছে ডাক বিভাগ।’’ ভবিষ্যতে পোস্ট শপে বিষ্ণপুরের বালুচরী শাড়ি, দার্জিলিং-এর চা রাখার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement