দীপুকুমার সিংহ। —নিজস্ব চিত্র।
বিদ্যালয় স্তরের জাতীয় যোগ ব্যায়াম প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেল রেল শহরের ছাত্র দীপুকুমার সিংহ। গত ২-৯ জানুয়ারি দিল্লিতে ‘ন্যাশনাল স্কুল গেমস্ ফর যোগা বয়েজ’ প্রতিযোগিতায় যোগ দেয় দীপু। প্রতিযোগিতার যোগ ব্যায়াম বিভাগে রাজ্য থেকে দীপু দ্বিতীয় স্থান ছিনিয়ে নেয়। মহারাষ্ট্র প্রথম ও দিল্লি তৃতীয় হয়েছে। বুধবার সিলভার জুবিলি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপুকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতিকন্ঠ দে, পরিচালন সমিতির সদস্য ভারতশ্রী অজয় চট্টোপাধ্যায় প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ছোট বেলা থেকেই দীপু শরীরচর্চা করত। নবম শ্রেণিতে ওঠার পর কৌশল্যার একটি ক্লাবে যোগ ব্যায়ামের অনুশীলন শুরু করে দীপু। গত নভেম্বর মাসে বেলদায় আয়োজিত জেলা আন্তঃবিদ্যালয় যোগা প্রতিযোগিতায় সে সফল হয়। গত ১৫ নভেম্বর ঘাটালে অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দেয় দীপু। রাজ্য স্তরের প্রতিযোগিতা থেকে মেদিনীপুরের অয়ন দাস ও খড়্গপুরের দীপু জাতীয় স্তরে যোগ দেওয়ার সুযোগ পায়। এ ছাড়াও কলকাতার দু’জন ও আন্দুলের একজন ছাত্র জাতীয়স্তরের প্রতিযোগিতায় যোগ দেয়। দীপুর কথায়, “প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়াটা বাড়তি পাওনা।’’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতিকন্ঠ দে বলেন, “দীপুর বাড়ির আর্থিক অবস্থা ভাল নয়। ও যে ভাবে নিজের পারদর্শিতা দেখিয়ে যোগ ব্যায়ামে সাফল্যে পেয়েছে আমাদের কাছে গর্বের।”