Tara Sutaria

রণবীরের তুতোভাই আদর বিয়ের পিঁড়িতে বসতেই কী লিখলেন প্রাক্তন প্রেমিকা তারা?

আলেখার সঙ্গে বিয়ের পিঁড়িতে রণবীরের পিসির ছেলে আদর। যদিও একসময় আলেখার খুব ভাল বান্ধবী ছিলেন তারা। কপূরদের আনন্দ দেখে খেপে গেলেন তারা!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:৪৬
Share:

তারা সুতারিয়ার আক্ষেপ! ছবি: সংগৃহীত।

কপূর পরিবারে ফের বিয়ে। এ বার রণবীর-করিনাদের পিসতুতো ভাই আদর জৈনের বিয়ে। ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের নিয়ে হল আশীর্বাদের অনুষ্ঠানে। তবে রণবীরের ভাইয়ের বিয়ে দেখে মন খারাপ অভিনেত্রী তারা সুতারিয়ার! লিখলেন কর্মফলের কথা।

Advertisement

২০২০ সালে আদরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তারা। একসঙ্গে ছবি দিয়ে বলেছিলেন, “আমার চিরকালের, আমরা চিরকালের, আমাদের দু’জনের।” ছিল ভালবাসার তিন শব্দও, "আমি তোমাকে ভালবাসি।” ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁদের একসঙ্গে প্যারিস ভ্রমণে যেতেও দেখা যায়। তবে সেই শেষ বার। তার পর থেকে যেন দূরত্ব বাড়তে থাকে তাঁদের।

২০২৩ সালের শেষ দিকে বিচ্ছেদ হয় তাঁদের। তার পর থেকেই আলেখা আডবাণীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে আদরের। শেষ পর্যন্ত আলেখার সঙ্গে বিয়ের পিঁড়িতে রণবীরের পিসির ছেলে। যদিও একসময় আলেখা খুব ভাল বন্ধু ছিলেন তারার। এ বার তাঁর সঙ্গেই সংসার পাততে চলেছেন আদর। বিয়ের প্রস্তুতি শুরু হতেই তারার মুখে কর্মফলের কথা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের ছবি পোস্ট করেন তারা। বইয়ের নাম ‘কর্মা ইজ আ বিচ’। অভিনেত্রী জানান, সবে বইটি পড়া শুরু করেছেন তিনি। সকলকে কেনার পরামর্শও দেন। এতেই অনেকে সন্দেহ করেছেন প্রাক্তন আদর জৈনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল বলেই কি মনখারাপ তারার? সেই কারণেই কি কর্মফল সংক্রান্ত বই পড়ছেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement