East Medinipur

টেনেটুনে পাশ শহর, ডাহা ফেল গ্রাম, পুর্ব মেদিনীপুরে রোখা গেল না বাজির দাপট

জেলার বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণে বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিভিন্ন থানায় ১৪টি এফআইআর রুজু হয়েছে বলে জানিয়েছেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) বিদিতরাজ ভুন্দেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ২০:১৫
Share:

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে উদ্ধার প্রচুর শব্দ বাজি। নিজস্ব চিত্র।

শক্ত হাতে মোকাবিলা করল পুলিশ। আর তাতে পুরোপুরি বন্ধ করতে না পারলেও পূর্ব মেদিনীপুর জেলায় বাজির ‌দৌরাত্ম্য অনেকটাই রোখা গেল। সন্ধে পর্যন্ত জেলায় শব্দবাজির আওয়াজ তেমন না থাকলেও রাতের দিকে লুকিয়ে চুরিয়ে বাজি পুড়ল। শহর এলাকায় পুলিশের নজরদারি গ্রামীন এলাকায় ততটা ছিল না। ফলে গ্রামে বেশ দাপট ছিল বাজির।

Advertisement

তবে বাজি রুখতে পুলিশ খুবই সক্রিয় ছিল। শনিবারও কাঁথি, এগরা থেকে গ্রেফতার করা হয় ১২ জনকে। জেলা জুড়েই অভিযান চালায় পুলিশ।

জেলার বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণে বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিভিন্ন থানায় ১৪টি এফআইআর রুজু হয়েছে বলে জানিয়েছেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) বিদিতরাজ ভুন্দেশ।

Advertisement

বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৮৫ কেজি বাজি।

করোনা আবহে পূর্ব মেদিনীপুর জেলায় এ বার কালীপুজোর জাঁকজমক অনেকটাই কম। তবুও নন্দকুমার বা তমলুক শহরের বেশ কয়েকটি পুজো এবারও বেশ ধূমধাম করেই আয়োজিত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement