মেদিনীপুরে জঙ্গলমহল কাপের উদ্বোধন। নিজস্ব চিত্র।
মেদিনীপুর সদরের মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য সজোরে লাথি দিলেন ফুটবলে। বল জড়িয়ে গেল জালে। খড়্গপুরের বিধায়ক দীনেন রায় শট নিতেই তা আটকে দিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেড কোয়াটার্স) অম্লানকুসুম ঘোষ। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে এ ভাবেই উদ্বোধন হল জঙ্গলমহল কাপ ২০২০ প্রতিযোগিতার।
কোতোয়ালি থানার অন্তর্গত জঙ্গলমহল এলাকার ফুটবল দলগুলিকে নিয়ে শনিবার শুরু হল জঙ্গলমহল কাপ। তিরন্দাজি এবং কবাডি প্রতিযোগিতা শুরু হবে আগামী কাল রবিবার। পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ বলেছেন, ‘‘জঙ্গলমহলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরতেই এই প্রতিযোগিতার আয়োজন। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের জঙ্গলমহল এলাকার থানাগুলিকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে ২৩ নভেম্বর থেকে। থানাগুলির পর হবে জেলা স্তরের প্রতিযোগিতা।’’ প্রতিযোগিতার দলগুলির তদারকি করছেন থানার পুলিশ আধিকারিকেরা।
এই প্রতিযোগিতা শুরু হওয়ায় উত্তেজিত প্রতিযোগীরাও। মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য বলেছেন, “সকলের শরীরচর্চা করা প্রয়োজন। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এলাকার প্রতিভাবানরা উঠে আসবেন।’’