Partha Chatterjee

পার্থর ধমকেও কমছে না দ্বন্দ্ব

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের ৮টিতে জয়ী হয় তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলিয়াবেড়া শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৪
Share:

পার্থ চট্টোপাধ্যায়

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সতর্ক করার পরেও বেলিয়াবেড়া ব্লক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে লাগাম পরাতে পারছেন না জেলা নেতৃত্ব।

Advertisement

মঙ্গলবার তৃণমূলের ক্ষমতাসীন পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিডিওকে স্মারকলিপি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি টিঙ্কু পাল ও জেলা পরিষদ সদস্য স্বপন পাত্রের গোষ্ঠী। টিঙ্কু ও স্বপনের গোষ্ঠীর সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি কালীপদ সুর গোষ্ঠীর বিবাদে বারে বারেই অস্বস্তিতে পড়ছেন জেলা নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিংহ হলেন কালীপদ গোষ্ঠীর। কালীপদ নিজে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। মঙ্গলবার টিঙ্কু-স্বপন গোষ্ঠীর নেতা-কর্মীরা বেলিয়াবেড়া পঞ্চায়েত এলাকার ‘জ‌নসাধারণের কিছু দাবি’ নিয়ে বিডিওকে স্মারকলিপি দেন। বেলিয়াবেড়া অঞ্চল তৃণমূলের সভাপতি তথা টিঙ্কু গোষ্ঠীর নেতা বাণেশ্বর মণ্ডলের নেতৃত্বে দশ-দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে অঞ্চল তৃণমূল।

২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের ৮টিতে জয়ী হয় তৃণমূল। চারটি আসনে জয়ী হয় বিজেপি। একটি আসনে জয়ী হন স্বপন গোষ্ঠীর নির্দল সদস্য তপন শীট। তৃণমূলের আটজন সদস্যের মধ্যে ৬ জন কালীপদ গোষ্ঠীর। ফলে স্বপন গোষ্ঠীর দুই তৃণমূল সদস্য ও বিজেপি-র চার সদস্যের সমর্থনে প্রধান হন নির্দল তপন শীট। পরে তপন তৃণমূলে যোগ দেন। পঞ্চায়েত সমিতির ক্ষমতায় কালীপদ গোষ্ঠী থাকায় বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের ভাগাভাগিতে বৈষম্য হচ্ছে বলে সরব হয়েছেন টিঙ্কু-স্বপন গোষ্ঠী। এই কারণেই গ্রাম পঞ্চায়েতে এলাকায় উন্নয়নের দাবিতে কার্যত কালীপদ গোষ্ঠীকে কাঠগড়ায় তুলে বিডিওকে স্মারকলিপি দিয়েছেন টিঙ্কু-স্বপন গোষ্ঠী। সম্প্রতি বেলিয়াবেড়া অঞ্চল তৃণমূলের সভাপতি পদ থেকে কালীপদ গোষ্ঠীর অমিতাভ দাসকে সরিয়ে বাণেশ্বর মণ্ডলকে অঞ্চল সভাপতির দায়িত্ব দিয়েছেন ব্লক সভাপতি টিঙ্কু পাল।

Advertisement

চোরচিতা অঞ্চলে দুই গোষ্ঠীর গোলমাল চলছে। কালীপদ গোষ্ঠীর এক দলীয় কর্মীকে হাঁসুয়ার কোপে গুরুতর জখম করার অভিযোগে গ্রেফতার হয়েছেন টিঙ্কু-স্বপন গোষ্ঠীর এক দলীয় কর্মী। ওই ঘটনার মূল অভিযুক্ত টিঙ্কু-স্বপন গোষ্ঠীর স্থানীয় নেতা রাজীব কর পলাতক।

গত ৮ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে দলীয় বৈঠকে বেলিয়াবেড়া ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে উষ্মাপ্রকাশ করে টিঙ্কু ও স্বপনকে ধমক দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কালীপদকে ব্লকের দলীয় কার্যকরী সভাপতির দায়িত্বও দেন পার্থ। ব্লক সভাপতি টিঙ্কু বলেন, ‘‘বেলিয়াবেড়া পঞ্চায়েতের উন্নয়ন-প্রস্তাব খারিজ করে দিচ্ছে পঞ্চায়েত সমিতি। সেই কারণেই স্মারকলিপি।’’ কালীপদ বলেন, ‘‘অভিযোগ ভিত্তিহীন। সব পঞ্চায়েতকে সমান ভাবে উন্নয়নের বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রস্তাবের অনুমোদনও দেওয়া হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement