আহত পথকুকুরকে রাখা হয়েছে কোতয়ালি থানার ভেতরে।
একটু আগেই তাকে ধাক্কা দিয়ে চলে গিয়েছে একটা মালবাহী গাড়ি। রাস্তায় যন্ত্রণায় ছটফট করছে পথকুকুর। দেখতে পেয়েই গাড়ি থেকে নেমে পড়লেন তিনি। জখম কুকুরটি উদ্ধার করে চিকিৎসার জন্য থানায় পাঠানোর ব্যবস্থা করলেন। নির্দেশ দিলেন, চিকিৎসা যেন দ্রুত শুরু হয়। তিনি আর কেউ নন, পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। মেদিনীপুর কোতোয়ালি থানায় ওই পথকুকুরের উপর সর্বক্ষণ নজর রাখছেন পুলিশকর্মীরা।
রবিবার রাতে দুর্ঘটনায় জখম হয় ওই পথকুকুরটি। ওই দিন মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিলেন পুলিশ সুপার। মেদিনীপুরের পাঁচখুরি পেরোনোর পরই তিনি দেখেন, মেদিনীপুর- চন্দ্রকোনা (ভায়া কেশপুর) রাজ্য সড়কে একটি কুকুর পড়ে রয়েছে। গাড়ি থেকে নেমে পুলিশ সুপার কুকুরটির কাছে যান। ঘটনাস্থল থেকেই জেলা পুলিশ সুপার ফোন করেন জেলার অন্য এক পুলিশ আধিকারিককে। জখম কুকুরটিকে উদ্ধারের তোড়জোড় শুরু হয়। কিছু পরেই কুকুরটিকে এখান থেকে উদ্ধার করে মেদিনীপুর কোতোয়ালি থানায় নিয়ে যান পুলিশকর্মীরা। ডাকা হয় পশু চিকিৎসককে। দেখা যায়, কুকুরটির পায়ে মারাত্মক চোট রয়েছে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছে কুকুরটি। সে খাবার খেতেও শুরু করেছে। প্রয়োজনে কুকুরটির পায়ে অস্ত্রোপচার হতে পারে। বসানো হতে পারে প্লেট। মেদিনীপুরের এক পুলিশকর্মী বলছিলেন, ‘‘বড় স্যর সব সময়ে ওকে নজরে রাখতে বলেছেন। আমরা দেখভাল করছিও।’’ জেলার পুলিশ সুপার বলেন, ‘‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখেছিলাম, কুকুরটি রাস্তায় পড়ে রয়েছে। ওকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। এ আর এমন কী।’’ নিজস্ব চিত্র