জেলিংহামে কোস্টাল থানার পরিকল্পনা

সমুদ্র উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর জন্য জেলার দিঘা, মন্দারমনি, খেজুরির তালপাটি এলাকায় কোস্টাল থানা গড়া হয়েছে কয়েক বছর আগেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৭
Share:

সমুদ্র উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর জন্য জেলার দিঘা, মন্দারমনি, খেজুরির তালপাটি এলাকায় কোস্টাল থানা গড়া হয়েছে কয়েক বছর আগেই। এবার হুগলি নদীর তীরবর্তী নন্দীগ্রামের সোনাচুড়ার জেলিংহামে কোস্টাল থানা গড়ার পরিকল্পনা নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘নন্দীগ্রামের জেলিংহামে কোস্টাল থানা চালুর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি।’’

Advertisement

জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় নিরাপত্তার পাশাপাশি জলপথে বেআইনি অনুপ্রবেশ এবং অপরাধ রুখতে পুলিশি নজরদারি বাড়াতে জেলার সমুদ্র ও নদী উপকূলবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কোস্টাল থানা গড়ার পরিকল্পনা নেয় রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা থেকে হলদিয়া পর্যন্ত প্রায় ৭২ কিলোমিটার দীর্ঘ সমুদ্র-নদী উপকূলবর্তী এলাকা রয়েছে। এই সব এলাকায় বাড়তি নজরদারি ও নিরাপত্তার স্বার্থে ধাপে ধাপে নতুন থানা গড়ার পরিকল্পনা নেয় পুলিশ-প্রশাসন। প্রথমে দিঘা,মন্দারমনি এবং খেজুরির তালপাটি কোস্টাল থানা চালু করা হয়েছে। সম্প্রতি হলদিয়ার নয়াচর দ্বীপে একটি পুলিশ ফাঁড়ি চালু করা হয়েছে। এ বার হলদিয়া এবং খেজুরির মাঝে থাকা নন্দীগ্রামের উপকূলবর্তী জেলিংহাম এলাকায় নতুন কোস্টাল থানা গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম-১ ব্লক সদরে থানার অফিস এবং থানার অধীনে নন্দীগ্রাম-১ ব্লকের তেখালি ও নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায় পুলিশ ফাঁড়ি রয়েছে দীর্ঘদিন ধরে। নন্দীগ্রাম থানার অফিস থেকে দু’ টি পুলিশ ফাঁড়ির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। আর নন্দীগ্রাম- ১ ব্লকের হলদি নদী উপকূলবর্তী সোনাচুড়া এবং কালীচরণপুর এলাকার দূরত্ব থানা থেকে আরও বেশি। তাছাড়া এলাকায় একাধিক খেয়াঘাটের মাধ্যমে জলপথে দক্ষিণ চব্বিশপরগণার সাগর, কাকদ্বীপ-সহ বিভিন্ন এলাকার যোগাযোগ রয়েছে। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের ওই উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা এবং জলপথে নজরদারি বৃদ্ধির লক্ষে সোনাচুড়ার জেলিংহাম এলাকায় নতুন কোস্টাল থানা গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এই থানা গড়ার জন্য প্রয়োজনীয় জমিও চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের অনুমোদন পেলে নতুন ওই থানা চালুর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement